গ্রুপপর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে খেলবে বাংলাদেশ—চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এমন আশা হয়তো করেননি টাইগারদের অন্ধ সমর্থকও। একে তো টি-টোয়েন্টি ফরম্যাটে বিবর্ণ পরিসংখ্যান, তার ওপর বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর শান্ত-সাকিবদের নিয়ে প্রত্যাশার বেলুনটা আরও চুপসে গিয়েছিল। তবে মূলপর্বে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দল।

চার ম্যাচের তিনটিতে জিতে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। একটু এদিক-সেদিক হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিততে পারতো শান্তরা। এবারের আসরে কন্ডিশনের ফায়দা তুলতে পেরেছে বাংলাদেশের বোলাররা। তানজিম সাকিব-রিশাদদের আগুনে বোলিংয়ে বলতে গেলে ব্যাটারদের অবদান ছাড়াই সুপার এইটে জায়গা করে নিয়েছে টিম টাইগার্স। 

সেরা আটের দ্বৈরথে টিম টাইগার্সের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। গ্রুপের বাকি তিন প্রতিপক্ষ উড়তে থাকা আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ভারত। আগামীকাল (শুক্রবার) সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অজিদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

সুপার এইটে কেমন করবে লাল-সবুজের দল? বাংলাদেশের সম্ভাবনাই বা কতটা। ঢাকা পোস্টের সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন দেশের খ্যাতনামা কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম এবং টাইগার পেসার রুবেল হোসেন।

দেশের খ্যাতনামা কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে। চলতি আসরেই পাকিস্তানের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। নাজমুল আবেদীন ফাহিমের মতে, শক্তির জায়গাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে বাংলাদেশেরও সুযোগ আছে ভালো কিছুর।

শুরুতে তিনি বলছিলেন, 'সেমি-ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশকে ফেবারিট বলার সুযোগ নেই। কেননা অস্ট্রেলিয়া এবং ভারত অনেক শক্তিশালী দল। আশার কথা হলো এতদিন এই দুই দলের সঙ্গে যে দূরত্ব ছিল এবারের বিশ্বকাপে কিছুটা কম। আমাদের শক্তির জায়গাগুলোতে যদি ঠিকঠাক কাজে লাগাতে পারি যে কোনো কিছু হতে পারে সম্ভাবনা থাকছে।'

গ্রুপপর্বে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ফাহিমের বিশ্বাস রানে ফিরবেন ব্যাটাররা, 'আমাদের ব্যাটসম্যানদের কিছুটা ঘাটতি রয়েছে। কিছু কিছু জায়গায় আমরা ব্যাটিংটা ভালো করেছি। যদি আমাদের ব্যাটিংটা আরও ভালো হতো তাহলে বড় দলগুলোর বিপক্ষে আমাদের বিশ্বাসটা থাকত। সেটা যেহেতু নেই যে কারণে দ্বিধাদ্বন্দ্ব কিছুটা রয়েছেই। এখন যেখানে খেলা হচ্ছে সেখানে ব্যাটিংয়ে রান হচ্ছে আশা করব টপ অর্ডার ব্যাটাররা সেখানে রানে ফিরবে ফর্মহীনতা কাটিয়ে।'

সুপার এইটে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ভারত। তবে ফাহিম আফগানিস্তানকে বাংলাদেশের মতোই দল হিসেবে মনে করছেন, 'আমরা এবং আফগানিস্তান মোটামুটি একই লেভেলের দল। আফগানিস্তানকে আমরা সবসময় হাইলি রেট করি আর নিজেদেরকে লো রেট করি। এই মুহূর্তে বাংলাদেশ এবং আফগানিস্তানের খুব বেশি পার্থক্য নেই।'

ঢাকাপোস্টের সঙ্গে কথা বলেছেন টাইগার পেসার রুবেল হোসেনও। বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন তিনিও। রুবেল বলেন, 'আসলে আমি বলব বাংলাদেশের সুযোগ ভালো এবার। কারণ আমাদের কন্ডিশনের মতো জায়গায় খেলা হচ্ছে। এটা আমার কাছে প্লাস পয়েন্ট। উইকেটটা স্লো। আমাদের পেসাররা খুবই ভালো বল করছে। আমি আগেও বলেছি পেসারদের বড় কিছু দেখানোর সুযোগ এটা।'

'আমাদের কম্পিটিশন অনেক, যারা দলে রয়েছে সবাই ক্যাপাবল। শরিফুল ভালো টাচে ছিল সে সাইড বেঞ্চে বসে আছে। তানজিম সাকিব ভালো বোলিং করছে। এটা বুঝতে হবে তার মানে কম্পিটিশন ভালো, যা থাকলে দলের রেজাল্ট আসে।'

ব্যাটাররা রান পাচ্ছেন না বোলারদের জন্য বাড়তি প্রেশার কাজ করছে কি না রুবেল বললেন, 'আসলে কোনো দলের ব্যাটাররা দেখেন বলার মতো রান পায়নি গ্রুপ পর্বে। কারণ এবারের বিশ্বকাপ বোলারদের জন্য খুবই সহায়ক।'

সুপার এইটে কি অস্ট্রেলিয়া বা ভারতকে হারানো সম্ভব রুবেল কিছুটা স্বস্তি নিয়ে উত্তর দিলেন, 'ভাই হারানো সম্ভব না কেন? টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল বড় দল বলে কিছু নেই। ওরাও তো আমাদের বড় দল হিসেবে দেখে। টি-টোয়েন্টি বলব আনপ্রেডিক্টটেবল। যারা যেদিন কম ভুল করবে তাদের ম্যাচ জেতার সুযোগ থাকবে। আমাদের বোলিং সাইড খুব ভালো। মুস্তাফিজ আইপিএল খেলে, তার জন্য এবারের বিশ্বকাপ আইডিয়াল।'

বাংলাদেশ সেমি-ফাইনাল খেলতে পারবে কি না প্রশ্নে রুবেল জানালের বড় স্বপ্নের কথা, 'অবশ্যই, দেখব না কেন? আমি তো অবশ্যই চাই যে বাংলাদেশ সেমি-ফাইনাল কেন ফাইনাল খেলুক। তাই না! আমি বলতে চাই বাংলাদেশের খুব ভালো একটা সুযোগ আছে, আমাদের ব্যাটসম্যানরা যদি সাপোর্ট দিতে পারে। কোনো দলের ব্যাটাররা রান পাচ্ছে না, আমাদের ব্যাটাররা যদি একটু সাহায্য করে তাহলে আমাদের বিশ্বকাপটা আরো ভালো হবে।'

এসএইচ/এফআই