বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আজ গ্রুপের শেষ ম্যাচ লেবাননের বিপক্ষে খেলছে। কাতারের দোহায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি চলছে। ২০২২ বিশ্বকাপ ভেন্যুতে চলমান ম্যাচের প্রথমার্ধ শেষে বাংলাদেশ ০-২ গোলে পিছিয়ে। 

ম্যাচের পাঁচ মিনিটেই লিড নেয় লেবানন। বাংলাদেশের ডিফেন্ডার শাকিল হোসেন বক্সে ফাউল করেন। মালয়েশিয়ান রেফারি রাইজাল পেনাল্টির বাঁশি বাজান। লেবাননের সিনিয়র ফুটবলার হাসান মার্তুক গোল করে দলকে এগিয়ে নেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পেনাল্টি সেভ করেছিলেন। আজ অবশ্য তেমন কিছু করতে পারেননি। 

বাংলাদেশ লেবাননের চেয়ে ৬০ ধাপের বেশি পিছিয়ে র‍্যাংকিংয়ে। এক গোলে পিছিয়ে পড়ে দমে যাননি জামালরা। সমতা আনার চেষ্টা করেছেন। দ্রুত গতির কাউন্টার অ্যাটাকে গোলের চেষ্টা করলেও সেভাবে কাপন ধরাতে পারেনি লেবানন শিবিরে। লেবানন দ্রুতগতির ফুটবল খেলে বাংলাদেশের উপর চাপ রেখেছিল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে আরো একটি গোল আদায় করে লেবানন। ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে নাদের মাতার বক্সে প্লেসিং করে বল জালে পাঠান। বাংলাদেশ ২ গোলে পিছিয়ে ড্রেসিং রুমে ফেরে৷ 

এজেড/এইচজেএস