বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ শেষ, ফলে আজ (বৃহস্পতিবার) রাতেই পার্থে রওনা হচ্ছেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। তাই ম্যাচ শেষেই দ্রুত সংবাদ সম্মেলনে আসেন কোচ গ্রাহাম আর্নল্ড ও ম্যাচ সেরা কুসিনি ইয়েঙ্গী। 

ম্যাচের ফলাফল ছাপিয়ে অস্ট্রেলিয়ার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আলোচনায় ছিল কিংস অ্যারেনার মাঠ। অস্ট্রেলিয়ান কোচ সরাসরি মাঠকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন, ‘এই মাঠ গ্রহণযোগ্য নয়। অনেক খেলোয়াড় ক্র্যাম্পে (টান) পড়েছেন। বাংলাদেশের খেলোয়াড়রাও আছে এই তালিকায়।’

কিংস অ্যারেনার মাঠ ভারী ছিল। খেলোয়াড়দের দৌড়ঝাপে আরো কাদাময় হয় মাঠ। ফলে গতিময় ফুটবলও দেখা যায়নি। মাঠের জন্য অস্ট্রেলিয়ার ফুটবলারদের কি সমস্যা হয়েছিল কোচকে এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘পাশে খেলোয়াড় বসে আছে তাকে জিজ্ঞেস করেন। তারা খেলেছে তারা ভালো বলতে পারবে।’ পরে ম্যাচ সেরা কুসিনি ইয়েঙ্গী মাঠ নিয়ে বলেন, ‘ঘাস অনেক বড় ছিল। মাঠে পানিও ছিল, এতে ভালমতো পাস দেওয়া যায়নি ও দৌড়াতেও সমস্যা হয়েছে।’

বাংলাদেশের মতো দলের সঙ্গে অস্ট্রেলিয়া মাত্র ২-০ গোলে হেরেছে। মাঠের কারণেই কি স্কোরলাইন এমন? এই প্রশ্নে আবার অস্ট্রেলিয়ান কোচ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এই কৃতিত্ব অবশ্যই বাংলাদেশের। তারা ভালো ফুটবল খেলেছে এবং তাদের কোচও খুব ভালো। খুব সুন্দর পরিকল্পনা করেছে। আমরা জানতাম বাংলাদেশে এসে চ্যালেঞ্জে পড়তে হবে।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্ব ও এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে আগেই। তাই অস্ট্রেলিয়া নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে রেখে বাংলাদেশে এসেছিল। আজ ১৮ বছর বয়সী ইরানকুন্ডাকে অভিষেক করান সকারুজ কোচ। যিনি আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখে খেলবেন। তাকে খুব বেশি সপ্রতিভ হতে দেখা যায়নি। 

এজেড/এএইচএস