শুক্রবার চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ৪-০ ব্যবধানে। ৭২ ঘন্টা ব্যবধানে আজকের ম্যাচের ফলাফল ১-০। স্কোরলাইন ম্যাচের প্রকৃত চিত্র ফুটে উঠছে না। র‍্যাংকিংয়ে ১০০ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ সমানে সমান লড়েছে তাইপের বিপক্ষে। 

নারী ফুটবল দলের নতুন কোচ পিটার বাটলার। মাত্র মাস দু'য়েক দায়িত্ব নিয়েছেন দলটির। তাই অনেক কিছুই তার পুরোপুরি নখদর্পণে আসেনি। এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছেন। প্রথম ম্যাচে ডিফেন্স নিয়ে একটু পরীক্ষায় গিয়ে বড় ব্যর্থতায় পড়েছিলেন। আজও করেছেন তবে মনিকারা ভালো খেলায় কোচ সমালোচনা থেকে উতরে গেছেন। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে বলেন, 'গোল হজমের পর মেয়েরা যেভাবে খেলেছে, যেভাবে পরিকল্পনামতো খেলে ম্যাচের ধারা বদলে দিয়েছে, সেটা সত্যি অসাধারণ। ওরা আসলে ভয় পায়নি এই ম্যাচে। ওদের পারফরম্যান্সে সত্যি খুশি আমি।'

ম্যাচে পিছিয়ে পড়ার পরপরই খেলোয়াড় পরিবর্তন করে বাংলাদেশ। নীলুফার ইয়াসমিন নীলা নামে আনাই মুঘিনির বদলে। এই বদল প্রসঙ্গে কোচ বলেন, 'নীলা (নীলুফার) আজ খেলেছে কিন্তু সে শুরুতে আমার পরিকল্পনায় ছিল না। যদি আপনি ভালো খেলেন, ডিসিপ্লিনড থাকেন তাহলে দলে সুযোগ পাবেন। আমি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ তৈরি করতে চাচ্ছি দলের মধ্যে।'

আজ কোচ সবচেয়ে বড় চমক দিয়েছেন নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুনকে একাদশে না রেখে। দ্বিতীয়ার্ধে তহুরার পরিবর্তে অবশ্য নামিয়েছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়কে। সাবিনাকে নিয়ে এমন করার কারণ সম্পর্কে কোচ বলেন, 'সাবিনাকে দেখে আমার মনে হয়েছে সে ভীষণ ক্লান্ত। এ জন্য তাকে পুরো ৯০ মিনিট খেলাইনি। যাদের ফর্ম আছে আমি তাদেরকে বেছে নিয়েছি এই ম্যাচে। আমি শৃঙ্খলা, পারফরম্যান্স এসব নিয়ে কাজ করি। দল গড়ার জন্য যাদের জরুরি তাদেরকেই নিয়েছি। আমি একনায়ক নই, আমি শুধু চাই ঠিকমত কাজ করতে, পেশাদারভাবে কাজ করতে। শিউলিকে অধিনায়ক করারটা কৌশলগত সিদ্ধান্ত ছিল, সে দুর্দান্ত খেলেছে।'

বাংলাদেশ দুই ম্যাচই হেরেছে সিরিজের। একশ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলাটাই বড় শিক্ষণীয় কোচের কাছে। এই সিরিজ থেকে তার পর্যবেক্ষণ, 'আপনি কি চাচ্ছেন, ফরাশগঞ্জ, ঢাকা রেঞ্জার্স দলের বিপক্ষে খেলি? যারা ১৫-১৬ গোল হজম করে। আপনার কি মনে হয়, আমরা এই ম্যাচ থেকে কি শিখলাম? এইটা একটা নতুন শুরু, নতুন প্রক্রিয়া। আপনি যদি আগের মত খেলতে থাকেন তাহলে যাওয়ার কোনও জায়গা থাকবে না। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত কোনও উন্নতি দেখেছেন? না। আপনার প্রশ্নটা নেতিবাচক কিন্তু আমি একজন ইতিবাচক কোচ।'

সংবাদ সম্মেলনের শুরুতে এসেছিলেন চাইনিজ তাইপের কোচ হিউ মিং। তিনিও লড়াকু বাংলাদেশের প্রশংসা করেছেন। 

এজেড/এইচজেএস