গত কয়েক উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি বাংলাদেশ নারী ফুটবল দল খেলতে পারেনি। এবার বাফুফে শক্তিশালী চাইনিজ তাইপেকে বাংলাদেশে এনেছে। বাংলাদেশের র‌্যাংকিং ১৩৯ আর তাইপের ৪০। এত শক্তিশালী দলের বিপক্ষে স্কোয়াডে নেই বাংলাদেশের সহ-অধিনায়ক মারিয়া মান্ডা ও অভিজ্ঞ খেলোয়াড় কৃষ্ণা রাণী সরকার।

কৃষ্ণা গত কয়েক মাস ধরেই ইনজুরিতে ছিলেন। এবার নাসরিনের হয়ে খেললেও খুব স্বাভাবিক ছন্দে ছিলেন না। তাই নারী দলের নতুন কোচ পিটার বাটলার তাকে তাইপে ম্যাচে রাখেননি। কৃষ্ণা ছাড়াও বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে খেলে জিতেছে। বাংলাদেশের অন্যতম প্রাণভোমরা মারিয়া মান্ডাও বাদ পড়েছেন ইনজুরিতে। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে থাকা গোলরক্ষক রুপ্না, সানজিদাসহ আরো অনেকে রয়েছেন ইনজুরিতে।

জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ সংবাদ সম্মেলনে মারিয়া মান্ডার অভাবের কথা অকপটেই স্বীকার করেছেন। অধিনায়কের পর্যবেক্ষণ, 'মারিয়া আসলে মারিয়াই। ওর অভাব অনুভব করবই। চাই ও দ্রুত ফিরে আসুক।’

জাতীয় দলে প্রবেশের পর এবারই প্রথম মারিয়া বাদ পড়লেন। মারিয়ার না থাকা সাবিনা বড় করে দেখলেও নতুন বৃটিশ কোচ অবশ্য পেশাদারিত্বের বুলিই আওড়ালেন, 'পেশাদার ফুটবলে কেউ ছিটকে যাবে, আবার কেউ আসবে এটাই নিয়ম। যারা আছে তাদের নিয়েই সেরাটা দিতে হবে।’

নারী ফুটবলাররা দীর্ঘদিন কোচ ছোটনের অধীনে অনুশীলন করেছে। মাঝে টিটুর পর এখন আবার নতুন কোচ বাটলার। ঘনঘন কোচ পরিবর্তনে খেলোয়াড়দের অনুশীলন ও পারফরম্যান্সে প্রভাব পড়ে। নতুন কোচ সম্পর্কে অধিনায়কের পর্যবেক্ষণ, 'তিনি হাই আপ ডিফেন্স পছন্দ করেন। এভাবে আমাদের অনুশীলন ও কৌশল নির্ধারণ করেছেন।’

পিটার বাটলার বাংলাদেশে এসেছিলেন বাফুফে একাডেমীর কোচ হিসেবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাকে একাডেমী থেকে নারী দলের দায়িত্ব দেন। পিটার লাইবেরিয়া সহ বেশ কয়েকটি জাতীয় দলে কোচিং করিয়েছেন। তাই বাস্তবতার নিরিখে বললেন, 'তাইপে অনেক শক্তিশালী দল এটা ভুলে গেলে চলবে না। আমরা নিজেদের সর্বোচ্চটা দিব এটাই প্রধান লক্ষ্য। খেলার মাঠে কেউ হারতে চায় না, আমরাও নই।’ চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের লক্ষ্য মূলত অভিজ্ঞতা অর্জন।

সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হয়েছিলেন ইয়ারজান। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন সাগরিকা। প্রীতিও জুনিয়র সাফে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তিনজনই এবার সিনিয়র দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। পিটার বাটলার নতুন তিন মুখকে সুযোগ দিলেও লিগের সেরা ফুটবলার আর্মির সুলতানাকে নেননি। আজ সংবাদ সম্মেলনে তাই খানিকটা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। এর উত্তরে বৃটিশ কোচ বলেছেন, 'আমি এই দলে যাদের নিয়েছি তাদের মূলত তিন মাস ধরেই কাজ করছি। এই দুই ম্যাচের জন্য খুব স্বল্প সময়। আর্মি দলের সুলতানা সহ আরো কয়েকজনের ব্যাপারে আমি অবগত। তাদের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি।’

চাইনিজ তাইপে দল গতকাল রাতে বাংলাদেশে এসেছে। আজ অনুশীলন করেছে। পরশু দিন বিকেল পৌনে ছয়টায় কিংস অ্যারেনায় প্রথম ম্যাচ। পরের ম্যাচ ৩ জুন। দুই ম্যাচই টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

এজেড/এইচজেএস