রেফারি সানির শেষ বাঁশি। মোহামেডানের খেলোয়াড়রা কেউ শুয়ে পড়লেন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। আবার কোচিং স্টাফ ও কর্মকর্তারা জড়িয়ে ধরেছেন একে অপরকে। আবাহনীকে হারিয়ে মোহামেডান ১৪ বছর পর প্রিমিয়ার ফুটবল লিগে রানার্সআপ হয়েছে। 

ইউরোপের আদলে বাংলাদেশে এবারই প্রথম লিগের শেষ রাউন্ড একইদিন একই সময় অনুষ্ঠিত হয়েছে। লিগের শিরোপা ও অবনমন সবই নিশ্চিত হয়েছিল আগেই, আকর্ষণ বলতে বাকি ছিল শুধু রানার্সআপ। মোহামেডান ড্র করলেই আজ গোল ব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হতে পারত। তবে ড্র নয়, চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর লিগের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে মোহামেডান। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫, আর আবাহনীর ৩২।

গোপালগঞ্জে ম্যাচ শুরুর ১৩ মিনিটে লিড নেয় আবাহনী। জামাল ভূঁইয়ার কর্নারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো রোচা দারুণ হেডে জড়িয়ে দেন জালে। যদিও ম্যাচে সমতা আনতে মোহামেডানকে বেশি অপেক্ষা করতে হয়নি। ২৯ মিনিটে উজবেক ফুটবলার মুজাফফরভের কর্নারে বক্সের মধ্যে ‍উড়ে আসা বল আবাহনীর ডিফেন্ডার মিলাদ শেখ ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ফলে মোহামেডানের আরিফ হোসেন বল জালে পাঠাতে ভুল করেননি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে প্রাধান্য ছিল আবাহনীর। এই অর্ধের প্রথম ২০ মিনিটে আবাহনী আবারও লিড নেওয়ার সুযোগ পেয়েছিল। বিশেষ করে ৬৫ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করেও ফাঁকা পোস্টে গোল করতে পারেননি আবাহনীর ব্রাজিলিয়ান তারকা কর্নেলিয়াস। ৮৫ মিনিটে মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। পরবর্তীতে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মোহামেডান জয়সূচক গোল পায়। মুজাফফরভের ফ্রি-কিকে আরিফ হোসেন বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন। বাকি ৬ মিনিটে আবাহনী সেভাবে গোলের সুযোগ পায়নি। এতে ১৪ বছর পর মোহামেডান লিগের রানার্সআপ ট্রফি পেয়েছে।

এদিকে, লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শেষ ম্যাচে কিংস অ্যারেনায় শেখ রাসেলকে ৩-১ গোলে হারিয়েছে। যদিও প্রথমার্ধে রাসেল ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে মিগুয়েল, রাকিব ও মোরসালিনের গোলের কিংস জয় দিয়ে মৌসুম শেষ করে। একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারায় ফর্টিজ। এ ছাড়া রহমতগঞ্জ শেখ জামালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে।

বিপিএল ২০২৩-২৪ এর পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় ড্র হার গোল ব্যবধান      পয়েন্ট
বসুন্ধরা কিংস  ১৮ ১৪ ৩৬ ৪৫
মোহামেডান ১৮ ২৩ ৩৫
ঢাকা আবাহনী ১৮ ১২ ৩২
পুলিশ  ১৮ ২৬
ফর্টিজ ১৮ -২ ২৪
শেখ রাসেল ১৮ -৪ ১৯
চট্টগ্রাম আবাহনী ১৮ -৭ ১৯
শেখ জামাল ১৮ -১০ ১৭
রহমতগঞ্জ ১৮ ১০ -৭ ১৬
ব্রাদার্স ইউনিয়ন ১৮ ১৩ -৪৫

এজেড/এএইচএস