রেফারির শেষ বাঁশি। ময়মনসিংহ রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে দর্শকদের বাধভাঙ্গা ঢল। কেউ কিংসের খেলোয়াড়দের জড়িয়ে ধরছেন, আবার মোহামেডানের সমর্থকরা ভুয়া ভুয়া বলছেন। এত ভিড়ের মধ্যে আজকের জয়ের নায়ক জাহিদ হোসেনকে খুঁজে বের করা একটু কষ্টকরই ছিল। 

একটু খোঁজাখুজির পর জাহিদকে পেয়ে দেখা গেল নির্ভারই। কিংসকে ট্রেবল জেতানো গোলদাতার প্রতিক্রিয়া, ‘অসাধারণ অনুভূতি আমার গোলে কিংস ট্রেবল জিতল। এটা অনেক বড় কীর্তি আমার ক্যারিয়ারে।’ ২০ বছর বয়সী জাহিদের ক্যারিয়ার খুব বড় নয়। চার মৌসুম খেলছেন প্রিমিয়ার লিগে। আরামবাগ, সাইফ, মোহামেডান হয়ে এখন কিংসে। গত মৌসুমে মোহামেডানের হয়ে ফেডারেশন কাপ জিতেছিলেন। আজ তার গোলই মোহামেডান ফেডারেশনের কাপের শিরোপা হারাল। দুই বছরে বিচিত্র অভিজ্ঞতা তাঁর, ‘আসলেই দারুণ একটা বিষয়। দুই বছর টানা দুই দলের হয়ে টুর্নামেন্ট জয়। পেশাদার ফুটবলার হিসেবে এটা খুব ভালো।’ 

আজ জাহিদের গোল নিয়ে অনেক বিতর্ক হয়েছে। মোহামেডানের দাবি জাহিদ শট নেয়ার আগে কিংসের বিদেশি ফুটবলার গোলরক্ষক সুজনকে ধাক্কা দিয়েছেন। গোল নিয়ে অবশ্য জাহিদের বক্তব্য, ‘আমি বল পেয়েছি, শট নিয়েছি গোল হয়েছে। এর আগে - পরে কিছু নিয়ে ভাবি না।’

জাহিদ মুলত ডিফেন্ডার। রাইটব্যাক পজিশনে খেলেন। রবসন, রাকিবদের মতো তারকা থাকতে অনেকটা আড়ালে থাকা জাহিদ কিংসের নায়ক। এ নিয়ে জাহিদের প্রতিক্রিয়া, ‘পরিশ্রম করলে আল্লাহ ফল দেন। আমার গোল ও দলের জয় এটারই প্রমাণ।’ 

পুরো মৌসুমে জাহিদ সর্বসাকুল্যে ম্যাচ খেলেছেন দশটির কম। সেই ম্যাচগুলোর সবই বদলি হয়ে। আজ ফেডারেশন কাপের ফাইনালে এক হলুদ কার্ড পাওয়া বিশ্বনাথের পরিবর্তে দ্বিতীয়ার্ধে নামেন জাহিদ।

জাহিদের উঠে আসা যশোরের বেনাপোল এলাকা থেকে। মাদকের এলাকা থেকে ফুটবলের নায়ক হওয়ার নেপথ্যের ঘটনা বললেন, ‘স্থানীয় কোচ পলাশ ভাইয়ের মাধ্যমে আমার ও রাহুলের (ব্রাদার্স ইউনিয়ন) উথান। মাদকের ভয়াল থাবা থেকে পলাশ ভাইয়ের জন্য আমরা ফুটবলে আলোকিত হয়েছি।’ ব্রাদার্সের ফরোয়ার্ড রাহুল জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তাই তিনিও স্বপ্ন দেখেন, ‘আমিও একদিন জাতীয় দলে রক্ষণ সামলাতে চাই।’

২০১৮ সালে ঘরোয়া ফুটবলে শীর্ষ স্তরে যাত্রা শুরু বসুন্ধরা কিংসের। আবির্ভাবের পর থেকে লিগের শিরোপা টানা জিতেই চলছে। একের পর এক রেকর্ড গড়ছে। এবারই প্রথম ট্রেবল জিতেছে কিংস। সেই ট্রেবলের নায়ক যশোরের জাহিদ। যদিও বাফুফের বিচারকরা সমতাসূচক গোলদাতা মিগুয়েলকে ম্যাচ সেরার স্বীকৃতি দিয়েছে। 

এজেড/জেএ