ফেড কাপের ফাইনালে দর্শকদের গর্জন
গ্রীষ্মের দাবদাহ। আকাশের দিকে তাকানোই দায়। তবুও গ্যালারিতে ছাতা, কেউ জার্সি মাথায় পেঁচিয়ে ফুটবলপ্রেমীরা এসেছেন ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে। মোহামেডান ও কিংস উভয় দলের সমর্থকরা এসেছেন দলকে উৎসাহ দিতে।
বসুন্ধরা কিংস তাদের গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা থেকে দর্শক নিয়ে আসে। আজও ঢাকা থেকে কিংসের জার্সি পড়ে কয়েকটি বাস এসেছে। ময়মনসিংহেরও অনেকে আজ ফাইনালের সাক্ষী হতে এসেছেন। কিংসের সমর্থকরা কিংসের জার্সি পড়ে একটি গ্যালারি কিংসে পরিণত করেছেন।
বিজ্ঞাপন
জার্সি ও বাদ্যযন্ত্রে কিংস এগিয়ে থাকলেও ঐতিহ্যবাহী মোহামেডানও পিছিয়ে নেই। মোহামেডানের পতাকা এক গ্যালারিতে সেটে ও পতাকা নিয়ে সাদা-কালোদের জন্য গলা ফাটাচ্ছে। ফেডারেশন কাপের গত আসরে মোহামেডান কুমিল্লায় চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনীকে হারিয়ে।
ফেডারেশন কাপের ফাইনালে ৫ রেফারি নিয়ে আপত্তি ছিল মোহামেডানের। কিংসেরও আপত্তি ছিল। দুই ক্লাবের আবদার রাখতে গিয়ে ফেডারেশনকে খানিকটা আপোষ করেই বাঁশি তুলে দিয়েছে জসীম আক্তারের হাতে। সহকারী নুরুজ্জামান ও সবুজ দাশ অবশ্য খানিকটা অভিজ্ঞ।
এজেড /জেএ