ফুটবলে আবাহনী–মোহামেডানের চিরাচরিত দ্বৈরথ এখন পরিণত হয়েছে আবাহনী–কিংসে। কাগজে-কলমে এই দুই দলই ঘরোয়া ফুটবলে সেরা হলেও মাঠের লড়াইয়ে মূলত মোহামেডান-কিংস প্রতিদ্বন্দ্বিতা ছড়ায়। আজ (বুধবার) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুপুর ৩টায় ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। 

চলতি মৌসুমে সকল শিরোপাতেই কিংসের প্রতিপক্ষ মোহামেডান। স্বাধীনতা কাপের পর আজ ফেডারেশন কাপে, তেমনি প্রিমিয়ার লিগেও ছিল। আজ ফেডারেশন কাপে মোহামেডানকে হারাতে পারলে চলতি মৌসুমের ট্রেবল জিতবে কিংস। এক মৌসুমে তিন ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে ২০১৩ সালে শেখ রাসেলের। পেশাদার লিগের আগে এমন অর্জন আছে মোহামেডানেরই, ২০০২ সালে কোচ আবুল হোসেনের অধীনে। 

১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপে এক সময় ছিল মোহামেডানের বড় প্রাধান্য। নিয়মিত চ্যাম্পিয়ন হতো ক্লাবটি। ২০০৯ সালের পর এই টুর্নামেন্টে আর চ্যাম্পিয়ন হতে পারেনি সাদা-কালো জার্সিধারীরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজের কোচিংয়ে ১৪ বছর পর ২০২৩ সালে ফেডারেশন কাপের ট্রফি ঘরে তোলে মোহামেডান। তাই এই বছর তাদের শিরোপা ধরে রাখার মিশন।

গত বছর ফেডারেশন কাপের ফাইনাল ছিল আবাহনী ও মোহামেডানের মধ্যকার। যেটি ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে সেরা ফুটবল ম্যাচ ছিল। ম্যাচটিতে নির্ধারিত সময়ে ৩-৩ ড্র। অতিরিক্ত সময়ে দুই দল আরও ১ টি করে গোল করে। পরে শেষ পর্যন্ত টাইব্রেকারে মোহামেডানের জয়। ওই ম্যাচে মোহামেডানের হয়ে চার গোল করেছিলেন অধিনায়ক ও আফ্রিকান দেশ মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। 

মোহামেডান আজও দিয়াবাতের ওপর নির্ভরশীল। সঙ্গে আছেন উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। মোহামেডান চলতি মৌসুমে কিংসের সঙ্গে তিনবার মুখোমুখি হয়েছে, একটি জয়ের পক্ষান্তরে দুটি হারলেও তিন ম্যাচেই গোল করেছে। আজকের ম্যাচটিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার প্রত্যাশায় ফুটবলপ্রেমীরা।

আজকের ফাইনালের আগে মোহামেডান ফেডারেশনে চিঠি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ঐতিহ্যবাহী দলটি ৫ রেফারির ওপর আপত্তি দিয়ে ফাইনালে বাঁশি বাজাতে বারণের অনুরোধ করেছে ফেডারেশনের কাছে। কিংসেরও আপত্তি আছে কয়েকজনের ওপর। তাই আজ কে বাঁশি বাজাচ্ছেন এ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ফেডারেশন। রেফারিরা ময়মনসিংহ ভেন্যুর উদ্দেশে সকালে রওনা হয়েছেন। ম্যাচের কিছুক্ষণ আগে জানা যাবে কার হাতে থাকছে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা। 

এজেড/এএইচএস