নারী ফুটবল লিগে আজ ছিল অঘোষিত ফাইনাল ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমী ৩-১ গোলে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে। এই জয়ের ফলে সাবিনা, কৃষ্ণাদের নাসরিন স্পোর্টস একাডেমী প্রথমবারের মতো নারী লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে।

নারী ফুটবল লিগে ৯টি দল অংশগ্রহণ করছে। কাগজে-কলমে শীর্ষ দুই দল নাসরিন ও আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের নৈপুণ্যে শিরোপা লড়াইয়ে ছিল বাংলাদেশ আর্মিও। আজকের হারে ছোটনের সেনাবাহিনী শিরোপা লড়াই থেকে ছিটকেই গেল। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ১২।

সেখানে সমান ম্যাচে আতাউরের ১৩ ও নাসরিনের ১৬। লিগের বাকি দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই নাসরিনের শিরোপা নিশ্চিত। লিগের বাকি দুই ম্যাচে সাবিনাদের চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই।

নাসরিন স্পোর্টস একাডেমীতে জাতীয় দলের এক ঝাক ফুটবলার। এত তারকা সমৃদ্ধ দল নিয়েও আজ জিততে বেশ বেগ পেতে হয়েছে তাদের। প্রথমার্ধে ৩৯ মিনিটে সুলতানার দারুণ বুদ্ধিদীপ্ত শটে ছোটনের সেনাবাহিনী লিড নেয়।

দ্বিতীয়ার্ধেও দারুণ শুরু করেছিল তার শিষ্যরা। রেফারির এক সিদ্ধান্ত খেলার চিত্র বদলে দেয়। বক্সের মধ্যে নাসরিনের খেলোয়াড় বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। বলের নিয়ন্ত্রণ হারানোর পর আর্মির ডিফেন্ডারদের গায়ে ধাক্কা লেগে পড়ে যান নাসরিনের ফুটবলার। রেফারি পেনাল্টির বাশি বাজান। এতে আপত্তি জানিয়ে আর্মির ফুটবলাররা কয়েক মিনিট মাঠের বাইরে ছিল। ফিরে আসলে নাসরিনের মাসুরা পেনাল্টি শট থেকে গোল করেন।

গোল হজমের পর আর্মির ফুটবলারদের মনোবল ভেঙে পড়ে। তারা সেভাবে আক্রমণ করতে পারেনি। পাঁচ মিনিট পর অধিনায়ক সাবিনা খাতুন আরেকটি গোল করেন। ৮৬ মিনিটে ঋতুপর্ণা চাকমা আরেকটি গোল করলে নাসরিনের বড় জয় নিশ্চিত হয়।

নারী ফুটবল লিগের গুরু্ত্বপূর্ণ নিউজের ফলাফল ও ছবি বাফুফে মিডিয়া বিভাগ প্রেরণ করেছে খেলা শেষ হওয়ার সোয়া এক ঘন্টা পর।

এজেড/এইচজেএস