কী এক দুর্দান্ত দলই না ঘোষণা করেছেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। ইউরো ২০২৪ এর জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডের বদলে ঘোষণা করেছেন প্রাথমিক স্কোয়াড। জার্মানি, ফ্রান্সের পর তৃতীয় দল হিসেবে এবারের ইউরোর জন্য দল দিয়েছে নেদাল্যান্ডস। স্কোয়াডে চমক নেই, বাড়তি আকর্ষণও নেই। তবে এই দলটিই রীতিমত ভয় ধরিয়ে দিতে পারে যেকোনো প্রতিপক্ষকে। 

ফন হালের অধীনে বিশ্বকাপে আলো কেড়েছিলেন ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার গোলরক্ষক আন্দ্রেয়াস নোপার্ট। রোনাল্ড কোম্যান তাকে বিবেচনায় রাখেননি বেশ আগে থেকেই। ইউরোর প্রাথমিক তালিকাতেও নেই এই গোলরক্ষক। ডাচ লিগে খেলা জাস্টিন বিজলো ও নিক ওলিচ ডাক পেয়েছে। প্রিমিয়ার লিগ থেকে ডাক পেয়েছেন মার্ক ফ্লেকেন ও বার্ট ভারব্রুগেন। 

৫-৩-২ ফর্মেশনে খেলা নেদারল্যান্ডসের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের রক্ষণভাগ। বিশ্বমানের সব ডিফেন্ডারকে যেন জড়ো করেছেন কোচ কোম্যান। ম্যানসিটিতে খেলা নাথান আকে, লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক, বুন্দেসলিগা শিরোপা জেতা জেরেমি ফ্রিম্পং, বায়ার্ন মিউনিখের ম্যাথায়াস ডি লিট, বুরুশিয়া ডর্টম্যন্ডের ইয়ান মাটসেন ছাড়াও আছেন ইন্টার মিলানে খেলা দুই অভিজ্ঞ ডিফেন্ডার স্টিফেন ডি ভ্রেই এবং ডেনজেল ডামফ্রিস। 

এদের বাইরে অভিজ্ঞ ডিলাই ব্লাইন্ড রয়েছেন দলে। তরুণদের মধ্যে লুটশ্যারেল গিরট্রুইডা আর মিকি ভ্যান ডি ভেন ডাক পেয়েছেন ৩০ জনের স্কোয়াডে। 

মাঝমাঠেও কোম্যান ডেকেছেন নিজের সেরা খেলোয়াড়দের সবাইকে। লিভারপুলে সদ্য যোগ দেয়া রায়ান গ্রাভেনবার্গ, বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং লাইপজিগের জাভি সিমন্স বড় নাম। এর বাইরে মার্টেন ডি রন, জের্ডি শাউটেন, টিয়ানি রেইনডার্স, কুইন্টিন টিম্বার, জোয়ি ভারম্যানকে ডেকেছেন ডাচ কোচ। দলে আছেন সৌদি লিগে খেলা জর্জিনিও উইনালডাম।

অবশ্য দলের ফরোয়ার্ডদের নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে ডাচ ফুটবলের ভক্তরা। নেশন্স লিগ বা বিশ্বকাপে মূলত স্ট্রাইকারদের অভাবটাই বেশি ভুগিয়েছে কমলা শিবিরকে। এবারেও মেম্ফিস ডিপাই বা স্টিভেন বার্গউইনের ওপর থাকবে মূল ভরসা। গত বিশ্বকাপে দারুণ প্রতিভা দেখালেও লিভারপুলে আশানুরূপ পারফর্ম করতে পারেননি কোডি গাকপো। 

আর্জেন্টিনাকে শেষ সময়ে দুই গোল দিয়ে চমকে দেয়া ওয়ট ওয়েগহর্স্ট জায়গা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। এছাড়া আছেন আয়াক্সে খেলা ব্রায়ান ব্রবি এবং বুরুশিয়া ডর্টমুন্ডের ডনিয়েল মালেন। 

নেদারল্যান্ডসের ইউরো-২০২৪ প্রাথমিক স্কোয়াড 

গোলরক্ষক: জাস্টিন বিজলো, নিক ওলিচ, মার্ক ফ্লেকেন ও বার্ট ভারব্রুগেন

ডিফেন্ডার: নাথান আকে,ভার্জিল ভ্যান ডাইক, জেরেমি ফ্রিম্পং, ম্যাথায়াস ডি লিট, ইয়ান মাটসেন, স্টিফেন ডি ভ্রেই, ডেনজেল ডামফ্রিস, ডিলাই ব্লাইন্ড, লুটশ্যারেল গিরট্রুইডা ও মিকি ভ্যান ডি ভেন।

মিডফিল্ডার: রায়ান গ্রাভেনবার্গ, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, জাভি সিমন্স, মার্টেন ডি রন, জের্ডি শাউটেন, টিয়ানি রেইনডার্স, কুইন্টিন টিম্বার, জোয়ি ভারম্যান, জর্জিনিও উইনালডাম, টিউন ক্যুপমাইনার্স। 

ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই, স্টিভেন বার্গউইন, কোডি গাকপো, ওয়ট ওয়েগহর্স্ট, ব্রায়ান ব্রবি, ডনিয়েল মালেন।

জেএ