চলমান নারী লিগে সবচেয়ে শক্তিশালী দল নাসরিন স্পোর্টস একাডেমী। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ এক ঝাক তারকা এই দলে। সেই তারকাখচিত দলকে আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব আজ রুখে দিয়েছে।

কমলাপুর স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে আতাউর রহমান ২-২ গোলে নাসরিন স্পোর্টস একাডেমীর বিপক্ষে ড্র করে। 
ম্যাচের প্রথম মিনিটেই সুরভী আখন্দ প্রীতির গোলে আতাউর রহমান ম্যাচে লিড নেয়। সমতা আনতে নাসরিন বেশি সময় নেয়নি। চার মিনিট পরই কৃষ্ণা রাণী সরকার গোল করে ১-১ করেন। ২১ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে লিড নেয় নাসরিন।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করে। নাসরিন স্পোর্টস একাডেমী বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে। গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হয়েছে নাসরিনের ফুটবলাররা। ৮৫ মিনিটে প্রীতির বুদ্ধিদীপ্ত গোলে ম্যাচে সমতা আনে আতাউর রহমান। বক্সের মধ্যে বল পেয়ে আগুয়ান গোলরক্ষককে দুর্দান্তভাবে  পরাস্ত করেন প্রীতি।

রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। ঐ সময় নাসরিন গোল করতে মরিয়া হয়ে উঠে। বাকি সময় আতাউরের গোলরক্ষক ও ডিফেন্ডাররা নিরাপদেই পার করলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

নাসরিন স্পোর্টস একাডেমী অনেকটা বাংলাদেশ জাতীয় দলই। প্রতিপক্ষ আতাউর রহমানে সিনিয়র জাতীয় দলে চার জনের বেশি ফুটবলার নেই। সেই দল সাবিনা-সানজিদাদের রুখে দিয়ে চমক সৃষ্টি করেছে। নাসরিনের পয়েন্ট হারানোর উপক্রম হয়েছিল সিরাজ স্মৃতি সংঘের বিপক্ষে। ঐ দিন আত্মঘাতী গোল না হলে সেই ম্যাচের স্কোরলাইন ১-১ হতে পারতো।

আতাউর রহমানের কোচ জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের ছোট ভাই বাপন। বড় ভাই ছোটনের আর্মি দলের বিপক্ষে হেরে লিগ শুরু করা আতাউর রহমান নাসরিন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে এখনও লিগ শিরোপার দৌড়ে টিকে আছে।

এজেড/এইচজেএস