উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
পিএসজির বিপক্ষে প্রতিশোধসহ যেসব স্মৃতি ফেরাল ডর্টমুন্ড
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম প্রস্তুত, ইতোমধ্যে সেখানে নিজেদের আগমনী বার্তা দিয়ে রেখেছে বরুশিয়া ডর্টমুন্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দুই লেগেই পিএসজিকে হারিয়ে তারা ফাইনালে উঠে গেছে। গতকাল ফিরতি লেগে তারা পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে স্তব্ধ করে দিয়েছে স্বাগতিক দর্শকদের। এর মধ্য দিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল জার্মান ক্লাবটি, ফেরাল বেশ কিছু স্মৃতিও।
জার্মানির সর্বোচ্চ প্রতিযোগিতা বুন্দেসলিগায় সফল না হলেও, এখন পর্যন্ত একমাত্র জার্মান ক্লাব হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ডর্টমুন্ড। অবশ্য তারা স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখকেও সেখানে সঙ্গী হিসেবে পেতে পারে। যদি রিয়াল মাদ্রিদের মাঠ থেকে তারা জয় নিয়ে ফিরতে পারে। ঘরের মাঠে বাভারিয়ানরা প্রথম লেগে ড্র করার পর আজ (বুধবার) সেমিফাইনালের ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মোকাবিলা করবে। যারা জিতবে, ইউরোপসেরার মুকুট পরার লড়াইয়ে ১ জুন ওয়েম্বলিতে তারা মুখোমুখি হবে ডর্টমুন্ডের। এর আগে তারা ২০১৩ আসরে বায়ার্নের কাছে ইউসিএলের ফাইনালে হেরেছিল।
বিজ্ঞাপন
— ESPN FC (@ESPNFC) May 7, 2024
নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল জার্মান ক্লাবটি। ১১ বছর আগে সর্বশেষ যখন ডর্টমুন্ড ফাইনালে উঠেছিল, তখন এডিন টার্জিক ছিলেন ক্লাবের একজন পাড় ভক্ত। আর এখন তিনি ক্লাবটির কোচ। এ যেন স্বপ্ন ছোঁয়ার মুহূর্ত। যে মুহূর্ত পুরোপুরি রঙিন হয়ে উঠবে ডর্টমুন্ডকে প্রথম ইউরোপসেরার শিরোপা জেতাতে পারলে। গতকাল দ্বিতীয় ফরাসি চ্যাম্পিয়নদের মাঠে ১-০ গোলে জিতে ডর্টমুন্ড, দুই লেগ মিলিয়ে পিএসজিকে তারা ২-০ গোলে হারিয়েছে।
ডর্টমুন্ডের হয়ে কাল একমাত্র গোলটি করেন তারকা ডিফেন্ডার ম্যাট হামেলস। কর্নার চলাকালে এই জার্মান ডিফেন্ডার একেবারেই ফাঁকা ছিলেন। বল পেয়ে সামান্য লাফিয়ে উঠে হেড দেন, আর তাতেই আসে গোল। পরে ম্যাচসেরার পুরস্কারও ওঠে হামেলসের হাতে। এর আগে প্রথম লেগে ডর্টমুন্ডের হয়ে গোল করেছিলেন নিকোলাস ফুলক্রুগ। তবে সেদিনও হামেলসই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। এর আগে সর্বশেষ ২০১২-১৩ মৌসুমের ফাইনালে খেলেছিল ডর্টমুন্ড। সেই ফাইনালেও ছিলেন এই তারকা ডিফেন্ডার। ফলে হামেলসই ক্লাবটির একমাত্র ফুটবলার হিসেবে এক দশক পর পুনরায় ফাইনাল খেলতে যাচ্ছেন।
— B/R Football (@brfootball) May 7, 2024
এর আগে ১৯৯৭ চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ইতিহাসে প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল ডর্টমুন্ড। এবার দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ম্যাচ জেতানো হামেলস, ‘গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ খেলার সময়ই আমাদের বিশ্বাস ছিল আমরা পারব এবং ওয়েম্বলিতে আমাদের জয় ছাড়া ভিন্ন কিছু দেখছি না।’ এমন সাফল্যের জন্য ডর্টমুন্ডের অসাধারণ সমর্থকদের কৃতিত্ব দিয়েছেন দেন ৩৫ বছর এই বয়সী তারকা, ‘মাঠ ও বাইরে থেকে আমারা এমন গতিশীল পারফরম্যান্সের সক্ষমতা ও আবহাওয়া পেয়েছি। এটাই আমাদের সাফল্যের রেসিপি।’
আরও পড়ুন
কিলিয়ান এমবাপেদের হারিয়ে নিজেদের প্রতিশোধও পূর্ণ করেছে ডর্টমুন্ড। এর আগে ২০২০ চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করে দিয়েছিল পিএসজি। ফরাসি জায়ান্টরা এরপর তৎকালীন ডর্টমুন্ড ফরোয়ার্ড আর্লিং হলান্ডের মতো করে বসে চোখ বন্ধ করে হাটুঁর ওপর দু’হাত রেখে উদযাপন করেছিল। সেই পোস্টের স্ক্রিনশট গতকাল শেয়ার দিয়েছে ডর্টমুন্ড। যার ক্যাপশনে তারা লিখেছে, ‘এর স্বাদ পাইন ওয়াইনের মতো।’
— ESPN FC (@ESPNFC) May 7, 2024
বুন্দেসলিগার এবারের মৌসুমে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে জার্মানরা। জাবি আলোনসোর দল লেভারকুসেন অপরাজিত থাকার রেকর্ড গড়ে প্রথম এই শিরোপা জিতেছে। যেখানে পয়েন্ট টেবিলে ডর্টমুন্ডের অবস্থান ছিল পাঁচে। অথচ গত আসরের দুর্দান্ত খেলেও তারা হেরেছিল ফাইনালে। এবারের এমন বিপর্যস্ত অবস্থানের জন্য দর্শকদের সামনে গিয়ে চোখের পানি ঝরিয়েছিলেন কোচ টার্জিক। সেই ডর্টমুন্ড কোচ এবার জানালেন ভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়ার কথা, ‘আমি এখন খুশি, কারণ ভক্তদের কিছু দিতে পেরেছি। আমরা প্রতিটি ম্যাচেই উন্নতি করেছি এবং বুঝতে শিখেছি যে আমরা এমন এক দল যারা সবাইকে বিস্মিত করতে পারে।’
এএইচএস