সেমিফাইনালের বড় ম্যাচ মিস করবেন হালান্ড!
ম্যানচেস্টার সিটির ট্রেবল জেতার বড় এক কারিগর ছিলেন আর্লিং হালান্ড। গোলের বন্যা বইয়ে দিতে হালান্ডের যেন জুড়ি মেলা ভার। কিন্তু, সেই হালান্ডই এই মৌসুমে ভুগছেন গোলখরায়। বিগ ম্যাচে হালান্ডকে যেন খুঁজে পাওয়াই দায়। এরপরেও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ভরসা রাখছেন সেই হালান্ডের ওপরেই। যদিও এই নরওয়েজিয়ান স্ট্রাইকার প্রত্যাশা পূরণে হয়েছেন ব্যর্থ।
গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। সেই হারের ধাক্কা পার না করতেই আজ আবার এফএ কাপের সেমিফাইনালে নামতে হচ্ছে ম্যানসিটিকে। তবে এই ম্যাচে তারা নাও পেতে পারে আর্লিং হালান্ডকে।
বিজ্ঞাপন
এফএ কাপ সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। গতকালই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শঙ্কার কথাটা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। রিয়ালের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণেই হয়ত বাদ পড়তে যাচ্ছেন হালান্ড।
রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে নির্ধারিত ৯০ মিনিট শেষেই হলান্ডকে তুলে নিয়েছিলেন গার্দিওলা। সেদিনই চোটের কারণে উঠে যেতে হয়েছিল তাকে। ম্যাচের আগে স্কোয়াড নিয়ে আলাপে সেই কথাই জানান গার্দিওলা। হালান্ডের খেলার ব্যাপারে কোচের বক্তব্য, ‘কেভিন (ডি ব্রুইনা) ঠিক আছে। আর্লিংয়ের (হলান্ডের) ব্যাপারটা দেখতে হবে। ওর হালকা চোট আছে, একটু সমস্যা আছে। সে কেমন অনুভব করছে, আগামী কয়েক ঘণ্টা আমরা তা পর্যবেক্ষণ করব।’
গার্দিওলা জানান ‘(রিয়ালের বিপক্ষে) ম্যাচটা খুব কঠিন ছিল। দুই দলই ১২০ মিনিট লড়ে গিয়েছে। আর্লিং মাংসপেশিতে টান অনুভব করেছে। এ কারণেই সে আমাকে বলেছিল, আমি আর খেলা চালিয়ে যেতে পারব না। যা-ই হোক, আমরা ওর পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
জেএ