স্কাই জার্মানির তথ্য বলছিল, লিভারপুলের সঙ্গে মৌখিক চুক্তিটা সেরেই রেখেছিলেন স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিম। ইউর্গেন ক্লপের উত্তরসূরি এই পর্তুগিজই হচ্ছেন, সেটা নিশ্চিত হয়েই ছিল প্রায়। ব্রিটিশ মিডিয়া তো একধাপ এগিয়ে আমোরিমের অধীনে ক্লাবের দলবদলের খবরও প্রকাশ করেছিল। কিন্তু, যাকে নিয়ে এত হইচই, সেই আমোরিম জানালেন, ‘লিভারপুলের সঙ্গে কোনো চুক্তিই তার হয়নি।’ 

২০২০ সাল থেকে স্পোর্টিং লিসবনের প্রধান কোচের দায়িত্বে আছেন আমোরিম। ৩৯ বছর বয়সী এই পর্তুগিজের অধীনে চার বছরে চারটি শিরোপা জিতেছে ক্লাবটি। পর্তুগিজ লিগে বেনফিকা এবং পোর্তোর দাপট ভেঙে শিরোপা এনেছে নিজেদের ঘরে। ২০২৬ সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি। এমনকি এবারেও লিগ জেতার কক্ষপথেই আছেন তিনি। 

এমন অবস্থায় গুঞ্জন ডালপালা মেলেছে তার পরের বছরের গন্তব্য নিয়ে। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত খোলাসা করতে হয়েছে স্বয়ং আমোরিমকেই। জানালেন নিজের লক্ষ্যের কথা, ‘আমার ভবিষ্যৎ নিয়ে শেষবারের মতো কথা বলতে যাচ্ছি। আমি কোনো ক্লাবকে সাক্ষাৎকার দিইনি, কোনো ক্লাবের সঙ্গে আমার চুক্তিও হয়নি। কোনো কিছু বদলায়নি। আমার চাওয়া একটাই, সেটা স্পোর্টিংকে চ্যাম্পিয়ন বানানো।’

নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকার কথা উল্লেখ করে আমোরিমের বক্তব্য, ‘আমার আর কিছু বলার নেই। স্পোর্টিং কোচের সঙ্গে কোনো সাক্ষাৎকার বা চুক্তি হবে না। বিষয়টি এখানেই শেষ হয়েছে।’ 

আমোরিমের এমন বক্তব্যের পর লিভারপুল ভক্তদের জন্য কিছুটা কঠিন হয়ে গেল পরিস্থিতি। গত জানুয়ারিতে ইউর্গেন ক্লপ ক্লাব ছাড়ার ঘোষণা দেন। এরপরেই দুজন কোচের দিকে আগ্রহী হয়েছিল ইংলিশ ক্লাবটি। প্রথমে বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসোর দিকে নজর ছিল তাদের। সেখান থেকে নিরাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। 

এরপরেই নজর ছিল আমোরিমের দিকে। দুই পক্ষের মাঝে মৌখিক চুক্তি হয়েছে এমন কথাও বলেছিল ইউরোপের বেশ কিছু গণমাধ্যম। কিন্তু শেষ পর্যন্ত এখানেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে লিভারপুলকে। এবার হয়ত নতুন কারোর দিকে নজর দিতে হবে অলরেডদের। 

জেএ