তবুও পিএসজিকেই ফেভারিট মানছেন বার্সা কোচ
বার্সেলোনা এবং পিএসজির সম্পর্কটা তিক্ত। সেটা অবশ্য আজকে একদিনের না। নেইমারকে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজির ছিনিয়ে নেওয়া। তার আগে বার্সেলোনার অবিশ্বাস্য ৬-১ গোলের কামব্যাক। এমনকি বার্সেলোনার সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালেও বিদায় হয়েছিল পিএসজির হাতেই। স্বাভাবিকভাবেই এবারের সূচি নির্ধারণ হওয়ার পর পিএসজি-বার্সা দ্বৈরথে নজর ছিল সবার।
বহুল প্রতিক্ষীত সেই ম্যাচটা উত্তেজনাও ছড়িয়েছে বেশ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ের পর বার্সেলোনার সামনে লক্ষ্যটা সহজ। ঘরের মাঠে হার এড়াতে পারলেই সেমিফাইনালের টিকিট কাটবে কাতালুনিয়ার জায়ান্টরা। কিন্তু এমন এডভান্টেজের পরেও বার্সা কোচ জাভি হার্নান্দেজ ফেবারিট মানছেন পিএসজিকেই।
প্যারিসে বার্সার হয়ে জোড়া গোল করেন রাফিনিয়া। তবে সেখান থেকে কামব্যাক ঘটায় পিএসজি। উসমান দেম্বেলে এবং ভিতিনহার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর অবশ্য রাফিনহা এবং বদলি নামা ক্রিস্টেনসেনের গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। পুরো ম্যাচেই রক্ষণে দারুণ শক্তি দেখিয়েছে সফরকারীরা। বিশেষ করে পিএসজির বড় তারকা কিলিয়ান এমবাপেকে যেন আটকেই রেখেছিল বার্সার রক্ষণভাগ।
বিজ্ঞাপন
এমন জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বার্সা কোচ জাভি, ‘আজ (গতকাল রাতে) আমরা ভালো খেলেছি। কারণ, আমরা রক্ষণে দারুণ শক্ত ছিলাম। আমি খুবই গর্বিত। সবকিছুই ঠিকঠাক কাজ করেছে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আমাদের আরও মনোযোগী থাকার বিষয়টিতে উন্নতি করতে হবে। তবে কঠিন হয়ে ওঠা ম্যাচটি আমরা পুনরুদ্ধার করতে পেরেছি।’
পিএসজিকে দাপুটে পারফরম্যান্সে হারানোর পর জাভির মন্তব্য, ‘পিএসজি এখনো ফেবারিট। বার্সেলোনায় জয় তুলে নেওয়া খুব কঠিন হবে।’
আগের দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বার্সা। এবার তারা আছে সেমিফাইনালের দ্বারপ্রান্তে। এই জয়ের পর জাভি মনে করেন, বার্সা সেই দুঃসময় ঠিক পার করেছে, ‘আমি আশা করছি, সেই দিন গত হয়েছে। চ্যাম্পিয়নস লিগে গত কয়েক বছর আমাদের কঠিন সময় গেছে। এই জয় দেখাল যে বার্সা এখনো বেঁচে আছে।’
জেএ