বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ আজ (মঙ্গলবার) হোম ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে। পাঁচ দিন আগে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে খেলা অ্যাওয়ে ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিংস অ্যারেনায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

২১ মার্চের ম্যাচে রক্ষণভাগ নিয়ে অনেক আলোচনা–সমালোচনা হয়েছিল। আজকের ম্যাচে রক্ষণে এক ফুটবলারের পরিবর্তন হয়েছে। ফুলব্যাক ইসা ফয়সালের পরিবর্তে সেন্ট্রাল ডিফেন্ডার শাকিলকে দলে নিয়েছেন কোচ। শাকিল আসায় বিশ্বনাথ এই ম্যাচে তার ফুলব্যাক পজিশনে ফিরে যাচ্ছেন। আরেক ফুলব্যাক সাদ উদ্দিন ও সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণের পজিশন অপরিবর্তিত। 

মধ্যমাঠেও এসেছে পরিবর্তন। ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানাকে একাদশে নিয়েছেন কোচ। ডিফেন্সিভ সোহেল না থাকায় হৃদয়ের ওপর আক্রমণ ও রক্ষণের সেতুবন্ধনের ভার। তার সঙ্গে থাকবেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের আক্রমণের নেতৃত্বে থাকবেন রাকিব ও ফাহিম। তাদের যোগানদাতা হিসেবে রয়েছেন মজিবুর রহমান জনি।

আগের ম্যাচে ৫ গোল হজম করলেও দুর্দান্ত খেলা মিতুল মারমার ওপরই ঘরের মাঠেও ভরসা রেখেছেন কোচ। তাই জিকোকে আজও সাইডবেঞ্চে থাকতে হচ্ছে। 

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

এজেড/এএইচএস