ক্রিকেট–ফুটবল দুটি ভিন্ন ইভেন্ট হলেও, খেলোয়াড়রা নিজ দেশের যেকোনো জয়ের উদযাপনে শামিল হতে ভুল করেন না। শ্রীলঙ্কার বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এমন মুহূর্ত মিস করেননি জামাল ভূঁইয়ারা। যদিও বর্তমানে তারা অবস্থান করছেন সৌদি আরবে। টিম বাসে যাওয়ার সময় তারা ম্যাচটি উপভোগ করেন মোবাইল–ফোনে।

লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য আজ বাংলাদেশ পেরিয়েছে ৮ উইকেট হাতে রেখে। এমন জয় সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটিতে টাইগারদের টিকিয়ে রেখেছে। ফলে শেষ টি-টোয়েন্টি হবে সিরিজনির্ধারণী কিংবা ফাইনাল! দ্বিতীয় ম্যাচে শান্তদের জয়ের পর অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তারা শুভেচ্ছা জানায়। সঙ্গে ফুটবলারদের ক্রিকেট ম্যাচ উপভোগের একটি ভিডিও দিয়েছে বাফুফে। যেখানে তপু বর্মণ, আনিসুর রহমান জিকো ও রাকিব হোসাইনদের মোবাইলে ম্যাচটি উপভোগ করতে দেখা যায়।

উল্লেখ্য, চলতি মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে। ২ মার্চ ভোররাতে দেশটিতে পৌঁছার পর থেকে ফুটবলাররা তায়েফে অবস্থান করবে ১৭ মার্চ পর্যন্ত। পরবর্তীতে ২১ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় কুয়েতে বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি হবে।

এএইচএস