সুপার লিগ থেকে কারা বের হচ্ছে, তা নিয়ে চিন্তিত নই : পেরেজ
একে একে পরাশক্তিরা বেরিয়ে যাচ্ছে সুপার লিগ থেকে। যে কারণে সুপার লিগের ভবিষ্যৎ নিয়েও জেগেছে শঙ্কা। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ ও সুপার লিগের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানালেন, কারা বেরিয়ে গেছে, কারা থাকছে, তা নিয়ে ভাবনা নেই তার।
বিবিসি, গার্ডিয়ানসহ শীর্ষস্থানীয় ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এখন পর্যন্ত লিগটি থেকে বিদায় নেওয়ার ব্যাপারে এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ। এর ফলে গুঞ্জনও সৃষ্টি হয় বেশ, সুপার লিগ কি তবে মাঠেই গড়াচ্ছে না?
বিজ্ঞাপন
তবে তেমন কিছুর সম্ভাবনা উড়িয়েই দিলেন রিয়াল সভাপতি। কিছুক্ষণ আগেই ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ তাকে প্রশ্ন করেছিল তিনি শীর্ষ দলগুলো পিছু হটে যাওয়ায় তিনি চিন্তিত কি না। উত্তরে তিনি বলেছিলেন, ‘না, কারা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে চিন্তিত নই। এই পরিস্থিতিটা সবার জন্যই সিরিয়াস। আর সবাই এই প্রকল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সমাধান খুঁজে নেওয়ার বিষয়ে একমত।’
রিয়াল মাদ্রিদ সভাপতি আরও জানিয়েছেন, ভবিষ্যতে তুলনামূলক ছোট দলগুলোকেও তুলে আনা হবে সুপার লিগে। বললেন, ‘একটা বিষয়ে আমি নিশ্চিত যে দিনশেষে বায়ার্ন মিউনিখ আর পিএসজিও আমাদের যঙ্গে যোগ দেবে তবে তাদের সঙ্গে আমাদের এখনও কথা হয়নি। লেঁস এর মতো ফরাসি দলগুলোও এতে যোগ দিতে পারবে, তাদের খেলোয়াড়দেরকে সেরা ক্লাবগুলোর কাছে বিক্রি করতে পারবে। এই সংকটের কারণে যেটা তারা এখন পারছে না।’
বর্তমান ‘সংকট’কে তিনি ২০০৮ বৈশ্বিক মন্দার সঙ্গেও তুলনা দিলেন। রিয়াল মাদ্রিদ কর্তা বললেন, ‘আপনাকে বুঝতে হবে, যা এখন হচ্ছে, তা অনেকটাই ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার মতো বিষয়।’
ইতোমধ্যেই উয়েফা ও ফিফার চোখরাঙানি আছে সুপার লিগে অংশ নেওয়া ক্লাব আর খেলোয়াড়দের নিষিদ্ধ করার ব্যাপারে। তবে সেসবও পেরেজকে মোটেও ভাবাচ্ছে না। জানাচ্ছেন, সুপার লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও খেলবে তার দল! রিয়াল মাদ্রিদ সভাপতির কথা, ‘অবশ্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলব। চোখরাঙানি দেওয়া, অপমান করাটা মোটেও ঠিক পন্থা নয়। কোনো নিষেধাজ্ঞার মুখেই পড়তে হবে না কাউকে। কারণ আমরা সবাই আইন দ্বারা সুরক্ষিত।’
এনইউ/এসএসএইচ