'আমি ফিফা দ্য বেস্ট এবং ব্যালন পুরস্কার বিশ্বাস করি না'
গ্লোব সকার অ্যাও্যার্ড এক অর্থে নিজেরই করে নিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অবশ্য তাতে সেরার পুরস্কার পাওয়া হয়নি তার। পেয়েছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ মৌসুম পার করার পুরস্কার হিসেবে পেয়েছেন গ্লোব সকারের বর্ষসেরা পুরুষ ফুটবলের পুরস্কার।
তবে চলতি মাসেই এই আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ফিফার সেরা ফুটবলার হয়েছিলেন লিওনেল মেসি। এর আগে গত বছর অষ্টম বারের মতো ব্যালন ডি'অর জিতেছেন তিনি। মেসির এই দুই পুরস্কার পাওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। সেই সমালোচনার খাতায় ছিল ফুটবল বিশ্বের অনেক রথী-মহারথীদের নাম। এবার তাতে যোগ দিলেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো।
বিজ্ঞাপন
তার বক্তব্য ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি’ অর দুই পুরস্কারই বর্তমানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুই পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে। এর মানে এই না যে মেসি অথবা হলান্ড কিংবা এমবাপ্পে এই পুরস্কারের যোগ্য না। আমি এসব পুরস্কারেই আর বিশ্বাস করি না।'
এদিন অবশ্য নিজের সাফাই গাইতেও ভুল করেননি রোনালদো, 'এসব বলার কারণ এটা নয় যে আমি গ্লোব সকার পুরস্কার জিতেছি। কিন্তু এটাই সত্য। সংখ্যাগুলো স্পষ্ট এবং এটা মিথ্যা বলে না। তারা আমার থেকে এই পুরস্কারটা কেড়ে নিতে পারেনি। কারণ এটা বাস্তব। আমি খুশি কারণ সংখ্যা আসলেই একটা বড় সত্য।'
দুবাইভিত্তিক গ্লোব সকার অ্যাওয়ার্ড চালু হয়েছে ২০১১ সালে। এরপর থেকে মোট ৬বার এই পুরস্কার পেয়েছেন রোনালদো। তিনিই একমাত্র ফুটবলার যিনি একাধিকবার এই পুরস্কার জিতেছেন। এবার সেরা ফুটবলারের খেতাব না পেলেও সর্বোচ্চ পুরস্কারের জন্য ম্যারাডোনা অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এছাড়াও ফ্যানস চয়েজ এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন রোনালদো।
জেএ