ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ভিটর রকের জন্য দীর্ঘদিনের অপেক্ষায় রয়েছে বার্সেলোনা। স্বদেশি ক্লাব অ্যাথলেটিকো পারানায়েসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষেই তার ক্লাবটিতে যোগ দেওয়ার কথা ছিল। এজন্য গত জুলাইয়ে মৌখিকভাবেও সম্মত হয় দু’পক্ষ। অবশেষে কাতালানদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয়েছে। গতকাল (বুধবার) সপরিবারে বার্সেলোনায়ও পৌঁছে গেছেন রক। এরপর আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে, বাকি কাজ সম্পন্ন হলে তার আর বার্সার হয়ে খেলতে বাধা থাকবে না।

ইতোমধ্যে স্প্যানিশ জায়ান্টরা রককে স্বাগত জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চুক্তি সম্পন্নের আগেই তার জন্য বার্সার জার্সিও পাঠানো হয়েছে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে ২০৩১ সালের জুন পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে ক্লাবটি। এর মধ্যে বার্সা ছাড়লে তাকে ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে। 

এর আগে জুলাইয়ে দু’পক্ষ যখন সম্মতি দিয়েছিল, তখন অ্যাথলেটিকো পারানায়েস থেকে বার্সা রককে ৭৪ মিলিয়ন ইউরো খরচের কথা জানিয়েছিল। এর মধ্যে স্থায়ী বেতন, বোনাস, ট্যাক্সও অন্তর্ভূক্ত। চুক্তি অনুযায়ী ভিটর রক ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ব্রাজিলে থাকতে পারবেন বলে নিশ্চয়তা দেওয়া হয়। তবে পরবর্তীতে তাকে আরও ছয়মাস আগেই অগ্রিম দলে যুক্ত করার কথা জানায় কাতালানরা। সে হিসেবে জানুয়ারিতেই পুরোপুর বার্সার হয়ে যাবেন এই তরুণ তারকা।

১৮ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে আর বাকি কেবল লা লিগায় খেলোয়াড়ের নিবন্ধন প্রক্রিয়া। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরু হবে আগামী ২ জানুয়ারি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে, আগামী ৪ জানুয়ারি লাস পালমাসের বিপক্ষে লিগ ম্যাচেই বার্সেলোনার হয়ে অভিষেক হতে পারে রকের। এর আগেরদিন তাকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার কথা রয়েছে।

এই চুক্তির মাধ্যমে বার্সায় খেলার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে বলে জানান রক, ‘ছোটবেলা থেকে বার্সার হয়ে খেলার স্বপ্ন ছিল। কেবল আমিই সেই স্বপ্ন দেখিনি, আমার পরিবারও একই স্বপ্ন লালন করেছে। অবশেষে আমি আজ স্বপ্নের কাছাকাছি এসে পৌঁছেছি। সব সময়ই বার্সার হয়ে জেতার আকাঙ্ক্ষা থাকবে, যা কিছুই করা সম্ভব তা বাস্তবায়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করব।’

অ্যাথলেটিকো পারানায়েসের হয়ে দারুণ প্রতিভা দেখিয়ে বার্সাসহ বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাবের নজর কাড়েন রক। ব্রাজিলিয়ান ওই ক্লাবের হয়ে তিনি ৮০ ম্যাচে ২৮টি গোল করেছেন। এর মধ্যে চলতি বছরে ৪৪ ম্যাচে করেছেন ২১টি। তবে মাঝে চোঁটের কারণে ধাক্কা খেয়েছিলেন এই তরুণ স্ট্রাইকার। গত সেপ্টেম্বরে অ্যাঙ্কলে চোট পেয়ে ছিটকে যান দুই মাসের জন্য। পরে অবশ্য সেই ধাক্কা সামলে গত ৩ ডিসেম্বর পারানায়েসের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন।

এএইচএস