ফ্যাব্রিজিও রোমানোর দাবি
মেসির মায়ামিতে যাওয়া চূড়ান্ত সুয়ারেজের!
অবশেষে আবারও এক হচ্ছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। অনেকদিন ধরেই যে চাওয়া নিয়ে অধীর অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা, তা পূরণ হতে চলেছে বলে নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ইতোমধ্যে মেসির ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে উরুগুইয়ান তারকা চুক্তিও সেরেছেন বলে তিনি দাবি করেছেন। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব মায়ামি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অফিসিয়াল অ্যাকাউন্টে রোমানো লিখেন, ‘লুইস সুয়ারেজ ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন। ইতোমধ্যে পুরো প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে, চুক্তিতে এক বছরের মেয়াদ ধরার পাশাপাশি ২০২৫ সাল পর্যন্ত আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এর ফলে মেসি, সুয়ারেজ, বুসকেটস ও আলবাকে ফের একসঙ্গে দেখা যাবে। হেয়ার উই গো, কনফার্মড।’
বিজ্ঞাপন
এদিকে, আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও প্রায় একই তথ্য দিয়েছে। তবে মায়ামিতে সুয়ারেজের মেয়াদ ২ বছর হতে পারে বলে উল্লেখ করেছে তারা, ‘৩৬ বছর বয়সী উরুগুইয়ান ফরোয়ার্ড এমএলএস ক্লাবটিতে যোগ দিতে সম্মতি দিয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যে তিনি দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। ফের একইসঙ্গে খেলবেন মেসি, বুসকেটস ও আলবারা।’
— Fabrizio Romano (@FabrizioRomano) December 22, 2023
৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তি ছিল সুয়ারেজের। তবে মৌসুমের খেলা শেষ হয়ে যাওয়ায় ইতোমধ্যেই তিনি ক্লাবটি থেকে বিদায় নিয়েছেন। এর আগে গ্রেমিওর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় গুঞ্জন ছিল মায়ামিতে দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গে ফের একত্রিত হতে চলেছেন সুয়ারেজ। তার সঙ্গে আসলেই চুক্তিটি সম্পন্ন হলে, মেসিদের সঙ্গে তার যাত্রা শুরু হবে জানুয়ারি থেকে। ইতোমধ্যে মায়ামি তাদের পরবর্তী বছরের সূচিও ঘোষণা করেছে। এর আগে গ্রেমিওর হয়ে ৫৩টি ম্যাচে খেলেছেন লাতিন আমেরিকার এই তারকা ফরোয়ার্ড। যেখানে ২৭ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৯টি।
আগের মৌসুমে মেসির সঙ্গে মায়ামির আক্রমণভাগে খেলা জোসেফ মার্টিনেজ ক্লাবটি ছেড়ে গেছেন। ফ্লোরিডার ক্লাবটিতে তারচেয়েও ভালো বিকল্প হতে পারেন সুয়ারেজ। কিছুদিন পরই মায়ামি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর ও নেইমারবিহীন আল-হিলালের বিপক্ষে প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে খেলবে। সেখানেই ফের মেসি-সুয়ারেজ জুটিকে নামাতে পারেন মায়ামির আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো।
আরও পড়ুন
অনেক আগে থেকেই মায়ামিতে যোগ দেওয়ার ব্যাপারে গুঞ্জন থাকলেও এতদিন মুখ খোলেননি সাবেক বার্সা তারকা সুয়ারেজ। গ্রেমিও ছাড়ার পর তিন সেই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন। যদিও সেভাবে স্পষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি সুয়ারেজ, ‘এর (মেসির সঙ্গে একই ক্লাবে খেলা) যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই, তারপরই সিদ্ধান্ত নেব।’
এএইচএস