আগে থেকেই লম্বা সময়ের ইনজুরিতে রয়েছেন রিয়াল মাদ্রিদ ও বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। অ্যান্টিরিয়োর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিড়ে যাওয়ায় তিনি এবার আরও বড় দুঃসংবাদ পেয়েছেন। আগামী বছর বেলজিয়াম জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল কোর্তোয়ার। কিন্তু ৬ মাস আগেই ওই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক। রিয়াল তারকা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল (মঙ্গলবার) স্বদেশি সংবাদমাধ্যম স্পোরজাকে দেওয়া এক সাক্ষাৎকারে কোর্তোয়া বলেছেন, ‘চোটের কারণে ইউরোতে আমার খেলা হবে না। প্রথমত, আমাকে শতভাগ সেরে উঠতে হবে এবং এজন্য ফেরার কোনো তারিখ আগে থেকে ঠিক করা ভালো হবে না। যদি আমি ভাগ্যবান হই তবে আমি মে মাসে ম্যাচ খেলতে পারব। কিন্তু আমি কখনোই ইউরোর মতো বড় টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট হতে পারব না।’

ইউরোর মতো বড় আসরে খেলতে পারা যেকোনো ফুটবলারের জন্যই বড় সুযোগ। কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও শতভাগ ফিট না থাকলে ইউরোতে খেলবেন না বলে জানিয়েছেন কোর্তোয়া, ‘যতক্ষণ পর্যন্ত দলের ভালো গোলরক্ষক আছে আমি ৮০ শতাংশ ফিট হয়ে গোলবারের নিচে দাঁড়াব না। আমি জাতীয় দলে খেলার সম্মানকে একপাশে সরিয়ে রেখে জুনে দলকে সমর্থন দিয়ে যাব। আশা করি আমরা ইউরোপিয়ান শিরোপা জিততে পারব।’

গত আগস্টে ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগমুহূর্তে রিয়াল মাদ্রিদের অনুশীলনে গুরুতর চোটে পড়েন কোর্তোয়া। এরপর কঠিন এই সময়ে সতীর্থদের পাশে পাওয়ার কথাও জাানিয়েছেন তিনি, ‘আমি একই চোটে ভোগা অন্য খেলোয়াড়দের কাছ থেকে অনেক বার্তা পেয়েছি। আসেনসিও, ফ্যালকাও এবং মিকেল ওইরাসাবাল আমাকে বার্তা পাঠিয়েছে।’

এর আগে যখন অনুশীলনে বেলজিয়ান এই তারকা চোট পেয়েছিলেন, তখন তার অশ্রুভেজা চোখ দেখেই গুরুতর কিছুর শঙ্কা জেগেছিল। পরে সেটিই সত্যি হয়, পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়— ফুটবলারদের আতঙ্ক এসিএল ইনজুরিতে পড়েছেন তিনি। এরপর তাকে চিকিৎসকের ছুরির নিচেও যেতে হয়। সে সময় জানা যায়, আগামী বছরের এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে এই গোলরক্ষককে। তখন থেকেই পুনর্বাসনে আছেন কোর্তোয়া। তবে এপ্রিলেও যে তার মাঠে নামা হবে না, সেটি এবার নিজেই জানিয়ে দিলেন।

জার্মানির মাটিতে আগামী বছরের ১৪ জুন থেকে শুরু হবে ইউরো। যেখানে ‘ই’ গ্রুপে বেলজিয়াম প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্লোভাকিয়া, রোমানিয়া এবং প্লে–অফ থেকে জিতে আসা দলকে। ১৭ জুন স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বেলজিয়াম নিজেদের ইউরো অভিযান শুরু করবে।

এএইচএস