১০ জন নিয়েই চ্যাম্পিয়ন কিংস
দশজনের দল নিয়ে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ২-১ গোলে মোহামেডানকে হারায়৷ স্বাধীনতা কাপের গত আসরের চ্যাম্পিয়ন দলও কিংস৷
কাগজে-কলমে বসুন্ধরা কিংস সাদা কালোদের চেয়ে এগিয়ে। মাঠের লড়াইয়ে প্রথমার্ধে অবশ্য তেমন কিছুই ছিল না। কিংসের বিপক্ষে ভালোই লড়েছে মোহামেডান। কোয়ার্টার ও সেমিফাইনাল মোহামেডান উতরেছিল উজবেক মিডফিল্ডার মোজাফফরভের ফ্রী কিকে। আজ ফাইনালে প্রথমার্ধেই বক্সের আশেপাশে দুটি ফ্রী কিক পেয়েছিল মোহামেডান৷ মোজাফফরভের নেয়া সেই শটে অবশ্য গোল হওয়ার মতো ছিল না।
বিজ্ঞাপন
মোজাফফর ও সোলেমান দিয়াবাতের সমন্বয়ে মোহামেডান কয়েকটি আক্রমণ করেছিল। গোলের সুযোগ তৈরি হলেও দুর্বল ফিনিশিংয়ে লিড পায়নি সাদা-কালোরা। সোমবার কর্মব্যস্ত দিনে ফাইনাল হলেও গ্যালারিতে ছিল দুই দলের সমর্থক। রেফারির কিছু সিদ্ধান্তে মাঝে মধ্যেই ফুঁসে উঠছিল গ্যালারি।
ম্যাচে সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন। ৩৮তম মিনিটে সোহেল রানার ক্রস ডরিয়েল্টন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হেড বাইরে নেন ৷ ফলে প্রথমার্ধ্ব গোলশূন্য ড্র হয়।
বিরতি থেকে ফিরেই বড় ধাক্কা খায় কিংসরা। ম্যাচের ৪৭তম মিনিটে মোহামেডানের অর্ধে বল দখলের লড়াইয়ে বাজে ট্যাকল করেন কিংসের রফিক। যা চোখ এড়ায়নি রেফারির। রফিককে সরাসরি লাল কার্ড দেখালে জোর আপত্তি জানান কিংস ফুটবলাররা। তবে তাতে রেফারির সিদ্ধান্তে বদল আনা সম্ভব হয়নি।
কিংস দশ জনের দলে পরিণত হওয়ার এক মিনিট পরেই মোহামেডান লিড নেয়। বাঁ প্রান্ত থেকে মোজাফফরভের কর্নার এনামুয়েলের মাথা ছুঁয়ে বল গোল লাইন অতিক্রম করে। তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাদা-কালোরা। এক মিনিট পরই ম্যাচে সমতা আনে কিংস। পাল্টা আক্রমণে রাকিব বক্সের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ শটে গোল করেন।
স্কোরলাইন ও দুই দলের খেলার গতি অতিরিক্ত সময়ের ইঙ্গিত দিয়েছিল। ৮২তম মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের গোল সব কিছু পাল্টে দেয়। কিংসের সুন্দর একটা আক্রমণে বক্সের মধ্যে মিগুয়েলের বাড়ানো বল পান ডরিয়েল্টন। গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান।
ম্যাচের বাকি সময় খেলার চেয়ে হাতাহাতি হয়েছে বেশি। দুই দলের খেলোয়াড়ই মেজাজ হারিয়েছেন। রেফারি বেশ কয়েকবার হলুদ কার্ড দেখিয়েছেন।
গত মৌসুমে মোহামেডানের বিপক্ষে ফেডারেশন কাপের সেমিফাইনালে কিংস হেরেছিল ১-২ গোলে। এবারের মৌসুমে কিংস আরেক টুর্নামেন্টে মোহামেডানকে সেই স্কোরলাইনে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো।
এজেড/এইচজেএস