‘এখানেই শেষ নয়’, মাইলফলক ম্যাচ জিতে রোনালদো
ক্যারিয়ারের ১২০০তম ম্যাচ খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন মাইলফলক ছোঁয়া ম্যাচে তার সৌদি প্রো লিগের দল আল নাসর ৪-১ গোলের বড় জয় পেয়েছে। যেখানে নিজে গোল করার পাশাপাশি একটি গোল করিয়েছেনও তিনি। এর আগে জুভেন্তাসের হয়ে ১০০০তম ম্যাচেও সিআরসেভেন গোল করেছিলেন। তবে ‘এখানেই শেষ নয়’ বলেও জানিয়েছেন রোনালদো। এর মাধ্যমে মূলত তিনি যে এখনও তৃপ্ত নন, পেশাদার ফুটবল আরও চালিয়ে যেতে চান— যেন তারই ইঙ্গিত দিয়ে রাখলেন।
গতকাল (শুক্রবার) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদের মুখোমুখি হয়েছিল আল নাসর। রোনালদোর স্মরণীয় এই ম্যাচে তার দল কেমন দাপট দেখিয়েছে সেটি ৬৯ শতাংশ বল দখলের চিত্র দেখলেই বোঝা যায়। ৩১ মিনিটে রোনালদোর গোলেই লিড পায় আল নাসর। সাদিও মানের অ্যাসিস্টে ডান পায়ের শটে তিনি লক্ষ্যভেদ করেন। এরপর পর্তুগিজ তারকা অ্যাসিস্টেই হেডে ব্যবধান দ্বিগুণ করেন ওটাভিও।
বিজ্ঞাপন
৬৭ মিনিটে তৃতীয় এবং অতিরিক্ত সময়ের ৪ মিনিটে চতুর্থ গোল দুটিই করেছেন অ্যান্ডারসন তালিসকা। শেষদিকে এক গোল করে হারের ব্যবধান কমিয়েছে রিয়াদ। জয়ে আল নাসর সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়েই রয়েছে। ১৬ ম্যাচে দলটির পয়েন্ট ৩৭।
মাইলফলকের ম্যাচে আল নাসরের বড় জয়ের পর সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো, ‘৩ পয়েন্ট বেশি পেলাম। সতীর্থদের ধন্যবাদ, যারা আমাকে ১২০০তম ম্যাচ খেলতে সাহায্য করেছে। কী সুন্দর যাত্রা! তবে কাজ এখনও শেষ হয়নি।’
পেশাদার ফুটবলে রোনালদোর অভিষেক হয়েছিল পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ২০০২ সালের ১৪ আগস্ট। অর্থাৎ পেশাদার ফুটবলে তার প্রায় ২২ বছর হয়ে গেল। এ সময় জাতীয় দলের পাশাপাশি পাঁচটি ক্লাবের হয়ে অসংখ্য রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার জাতীয় দলের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে অন্তত ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন আগেই।
জাতীয় দলে সর্বোচ্চ গোলের (১২৮) রেকর্ডও তার। প্রথম খেলোয়াড় হিসেবে শীর্ষ স্তরের ফুটবলে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলার রেকর্ডও গড়েন ২০২১ সালে। গতকাল রাতে সেটি ৮৬৮-তে উন্নীত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ ম্যাচ (১৮৩) খেলার রেকর্ডও রয়েছে রোনালদোর দখলে।
এএইচএস