দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব মোহামেডান স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেছে। আজ (মঙ্গলবার) মুন্সিগঞ্জের শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে সাদা-কালো জার্সিধারীরা।

দুই দলের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই গোল পায় মোহামেডান। ৯৬ মিনিট ৩০ গজ দূরে ফ্রি-কিক পায় সাদা-কালো শিবির। সেখান থেকে মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভের অসাধারণ শটে লিড পেয়ে যায়। ফ্রি কিক বলটি বাধা দেওয়ার জন্য দাঁড়ানো দেয়ালের ওপর দিয়ে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকেও পরাস্ত করে। জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক রানা অবশ্য বলের গতি ও ফ্লাইট বুঝতে ভুল করেছেন খানিকটা। 

মোজাফফরভের দুর্দান্ত গোলে জেগে উঠে মোহামেডান। ম্যাচের বাকি সময় তারাই নিয়ন্ত্রণ করেছে। ১১৫ মিনিটে চট্টগ্রাম আবাহনী দশ জনের দলে পরিণত হয়। ফলে বাকি সময় ছিল মোহামেডানের জয়ের অপেক্ষা। 

চট্টগ্রাম আবাহনী দিন শেষে ম্যাচটি হারলেও যথেষ্ট প্রশংসনীয় ফুটবলই খেলেছে। কাগজ-কলমে মোহামেডান চট্টগ্রাম আবাহনীর চেয়ে এগিয়ে। সেই দলের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময় নিয়ে যাওয়াই সাফল্য চট্টলার দলটির। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের একটি আক্রমণ ছাড়া তেমন কিছু করতে পারেননি। রক্ষণাত্মক কৌশলে ৯০ মিনিট দারুণভাবে পার করেছে চট্টগ্রাম আবাহনী। অতিরিক্ত সময়ে মোজাফফরভের অসাধারণ ফ্রি কিকই শুধু তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। 

আগামী ১৫ ডিসেম্বর গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মোহামেডান-পুরান ঢাকার রহমতগঞ্জের মুখোমুখি হবে। ওই দিন দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ হবে বসুন্ধরা কিংস অথবা বাংলাদেশ সেনাবাহিনী। 

এজেড/এএইচএস