ক্লাব শিরোপা আর ব্যক্তিগত প্রাপ্তিতে আগেই পূর্ণ ছিলেন লিওনেল মেসি। যেই শিরোপা নিয়ে আক্ষেপ ছিল সেই বিশ্বকাপ শিরোপাও ছুঁয়ে দেখেছেন গত বছরচ। তাই ফুটবল থেকে আর চাওয়ার-পাওয়ার কিছু নেই মেসির। বিশ্বকাপ জয়ের পর এমন কথা বেশ কয়েকবার বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি উপলক্ষ করে বানানো একটি প্রামাণ্যচিত্রেও এমন কথা বলেছেন মেসি। তার মতে, যাদের অর্জনের থলেটা পরিপূর্ণ, তাদের একজন তিনি। নিজের এমন বর্নিল ক্যারিয়ারের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদও দিয়েছনে এই গ্রেট। 

মেসি বলেছেন, ‘এটা সবারই আকাঙ্ক্ষার বিষয়। সবাই বড় স্বপ্ন দেখে এবং জাতীয় দলের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সবচেয়ে বড় ব্যাপার। আমি সৌভাগ্যবান যে আমি ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে এবং ব্যক্তিগত পর্যায়ে সবকিছু জিততে পেরেছি। শুধু এটাই (বিশ্বকাপ) আমার অধরা ছিল। খুব কমসংখ্যক মানুষ আছে, যারা বলতে পারে যে তারা সবকিছু জিতেছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি তাদের একজন।’

বাংলায় একটা প্রবাদ আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন মেসি। তার মতে পরিশ্রম আর সফল একই পথে হাঁটে। তিনি বলেন, ‘আপনি যদি চেষ্টা, আত্মত্যাগ, কাজ ও বিনয়ী হয়ে কিছু চান, তাহলে শেষ পর্যন্ত আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। পথটা কঠিন হতে পারে, কিন্তু নিজের স্বপ্নপূরণে আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে। আমি সব সময় ফুটবল খেলাটা ভালোবেসেছি। জাতীয় দলের হয়ে খেলাও ভালোবেসেছি।’

নিজের খারাপ সময় নিয়ে মেসি বলেন, ‘আমার খারাপ সময় গেছে। আমার পরিবার এবং যেসব মানুষ আমাকে ভালোবাসে তারাও এর মধ্য দিয়ে গেছে। (আর্জেন্টিনায় সমালোচকেরা) এ প্রজন্মের খেলোয়াড়দের প্রতি খুবই অন্যায্য আচরণ করেছিল। তারা আমাকে নিয়েও অনেক বাজে কথা বলেছে। তবে আমি বিদ্বেষী নই।’

‘আমি অনুভব করি যে এ জয় আমার জন্য পরিস্থিতি বদলে দিয়েছে। আমি আর্জেন্টিনার সব মানুষের হৃদয় জিততে পেরেছি। আজ আর্জেন্টিনার ৯৫ কিংবা ১০০ ভাগ মানুষ আমাকে ভালোবাসে। এই অনুভূতি দুর্দান্ত।’-আরো যোগ করেন তিনি।

এইচজেএস