কয়েকদিন আগেই সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনহো বলেছিলেন– ‘কেবল পাগলরাই রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে।’ এ কারণে নিজেকেও পাগল বলতে দ্বিধা করেননি বর্তমানের এই রোমা কোচ। তবে মরিনহোর এমন অদ্ভুত মন্তব্য কেবল কার্লো আনচেলত্তিকে রিয়ালের সঙ্গে থাকার জন্যই যে বলা, সেটিই অনেকটাই অনুমেয়। কারণ আগামী জুনে আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। এবার মরিনহোর সুরে রিয়ালের কিংবদন্তি কোচও বলেছেন, ‘আমি একমত, কেবল পাগলই রিয়াল ছাড়তে পারে!’

মূলত সাম্প্রতিক সময়ে আনচেলত্তিকে সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখোমুখি হতে তা হলো— কবে রিয়ালের দায়িত্ব ছাড়ছেন এবং ব্রাজিলে সঙ্গে চুক্তি করবেন কবে! যদিও এমন প্রশ্নে প্রতিবারই ঘুরিয়েফিরিয়ে উত্তর দিচ্ছেন এই ইতালিয়ান কোচ। কখনও কখনও অন্য প্রসঙ্গ টেনে সেসব প্রশ্নও তিনি এড়িয়েও গেছেন। তবে এবার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ডিস্পোর্টস’-এর সঙ্গে সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন আনচেলত্তি।

প্রথমে তিনি মরিনহোর ‘পাগল রিয়াল ছাড়ে’ উক্তির সঙ্গে একমত পোষণ করেন। পরক্ষণেই তিনি বলেন, ‘এটি তার মতামত, তবে আমি এর সঙ্গে বেশ কিছুটা একমত। আমি আসলেই এখানে (রিয়াল মাদ্রিদ) খুব ভালো অনুভব করছিলাম এবং আমরা দেখব ভবিষ্যতে কী ঘটে। আমার কোনো তাড়া নেই। আমি এখানে খুব খুশি, আসন্ন ম্যাচগুলোর দিকে আপাতত মনোযোগ এবং সেখানে নিজেদের সেরাটা দিতে চাই।’

আনচেলত্তি যখন এই মন্তব্য করছিলেন তার শিষ্যরা তখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। স্বাভাবিকভাবেই আনচেলত্তিরও এই মুহূর্তে সেদিকেই পুরো মনোযোগ থাকার কথা। আজ বাংলাদেশ সময় রাত ২টায় দল দুটি মুখোমুখি হবে। রিয়ালের সঙ্গে ইতালিয়ান এই কোচের চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। ওই সময়েই লাতিন আমেরিকান দেশগুলোর সর্বোচ্চ মহাদেশীয় আসর কোপা আমেরিকার আসর বসবে যুক্তরাষ্ট্রে। ওই টুর্নামেন্ট দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে আনচেলত্তির।

এর আগে তাকে রিয়ালে থেকে যাওয়ার পরামর্শ দিয়ে ইতালিয়ান আউটলেট ‘টিজিওয়ানে’র কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘আমি মনে করি কেবলমাত্র পাগলই রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে, যখন সে এখনও সেখানে থাকতে চায়। আমি নিশ্চিত ছিলাম যে ফ্লোরেন্তিনো পেরেজের (রিয়ালের সভাপতি) সঙ্গে কার্লোর (আনচেলত্তি) প্রথম চুক্তি স্বাক্ষরের পর থেকে সে রিয়ালেই থাকবে। কারণ সে রিয়ালের জন্য পারফেক্ট এবং রিয়ালও তার জন্য পারফেক্ট। আমি আশা করি কার্লো তার সিদ্ধান্ত আবারও বিবেচনা করবে এবং পেরেজও তাকে থেকে যেতে বলবে।’

এএইচএস