এএফসি কাপে আজ ডি গ্রুপের দুটি ম্যাচ ছিল। ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংস ২-১ গোলে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে হারিয়েছে। কলকাতায় অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে ভারতের উড়িষা এফসি ৪-২ গোলে মোহনবাগানকে হারিয়েছে। ফলে নিজেদের শেষ ম্যাচে বসুন্ধরা কিংস ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ডি গ্রুপে টপ ফেভারিট ছিল ভারতের মোহনবাগান। আজ স্বদেশি ক্লাবের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। কারণ শেষ ম্যাচে তারা মাজিয়াকে হারালে হবে ১০ পয়েন্ট। অন্য দিকে উড়িষা এবং কিংস দুই দলের একটির ১০ পয়েন্টের বেশি হবেই। ফলে মোহনবাগানের পক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আর কোনো সুযোগ নেই।

পাঁচ ম্যাচ শেষে কিংস ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে। সমান ম্যাচে উড়িষার পয়েন্ট ৯। নিজেদের শেষ ম্যাচ মুখোমুখি হবে দুই দল। ঐ ম্যাচটি মূলত অঘোষিত ফাইনাল। যে জিতবে সেই মূলত এশিয়ান ক্লাব ফুটবলের পরবর্তী রাউন্ডে যাবে।

তবে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস তুলনামূলক সুবিধাজনক পজিশনে রয়েছে। আগামী ম্যাচটি ড্র হলেও চ্যাম্পিয়ন হবে তারা। যা হবে তাদের জন্য ইতিহাস। প্রথমবারের মতো এএফসি কাপের গ্রুপ পর্বের গন্ডি পার হবে বাংলাদেশি ক্লাবটি।

এর আগে বসুন্ধরা কিংস হোম ম্যাচে উড়িষাকে ৩-১ গোলে হারিয়েছিল। ভারতের উড়িষার বিপক্ষে কিংসের অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। 

এজেড/এইচজেএস