আগামীকাল মাজিয়ার বিপক্ষে মাঠে নামছে কিংস
বাংলাদেশে চলছে নির্বাচনী ব্যস্ততা। এর মধ্যেও ব্যস্ত সময় কাটছে ক্রীড়াঙ্গনে। নিউজিল্যান্ড ক্রিকেট দল সিলেটে টেস্ট ম্যাচ খেলবে। অন্য দিকে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন এসেছে এএফসি কাপের ম্যাচ খেলতে।আগামীকাল বসুন্ধরা কিংসের বিপক্ষে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এএফসি কাপে ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংসের শুরু হয়েছিল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের ঘরের মাঠে তাদের বিপক্ষে ৩-১ গোলে হেরে। অ্যাওয়ে ম্যাচের পর এবার মাজিয়ার বিপক্ষে নিজেদের মাঠে লড়াই। আগামীকাল সোমবার কিংস অ্যারেনাতে প্রতিশোধ নেবার উপলক্ষ্য কিংসের। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। সমান পয়েন্ট নিয়েও হেড টু হেডে দ্বিতীয় স্থানে মোহনবাগান।
বিজ্ঞাপন
কালকের ম্যাচ নিয়ে কিংসের কোচ অস্কার ব্রুজন আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘কাল আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই কাল ভালো করতে চাইছে। নিজেদের খেলাটা খেলতে চাইছে। ম্যাচটি সহজ হবে না। এই ম্যাচটির জন্য আমরা এক সপ্তাহ ধরে নিবিড় অনুশীলন করে যাচ্ছি। মাজিয়ার শক্তির দিক ছাড়াও দুর্বলতা খোঁজা হচ্ছে।’ সংবাদ সম্মেলনে আসেননি নিয়মিত অধিনায়ক রবসন রবিনহো। তার পরিবর্তে আসা মিডফিল্ডার সোহেল রানা বলেছেন, ‘এই মুহূর্তে আমরা গ্রুপে ভালো অবস্থানে আছি। কালকের ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি ম্যাচ জিতে যাই, তাহলে গোলের দিকটিও ভাবতে হবে।’
আগের দেখায় বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখিয়েছিল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। মালের মতো ঢাকাতেও জয় চাইছে অতিথি দলটি। মাজিয়ার কোচ মিলোমির সেজলিয়া সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কিংসের প্রশংসা করে বলেছেন, ‘বসুন্ধরা কিংস আমাদের গ্রুপে অন্যতম সেরা দল। আমরা সেরা দলটির সঙ্গে ভালো খেলা উপহার দিতে চাই। আমাদের দলটি উজ্জীবিত আছে। ম্যাচ খেলার অপেক্ষায় আছি।’
দলটির অধিনায়ক ইরফান বলেন, 'আমাদের দলের কোচ থেকে শুরু করে খেলোয়াড়-কর্মকর্তা সবার লক্ষ্য ম্যাচটি জেতা। মাজিয়ার একটাই পরিকল্পনা- তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।’
এজেড/এইচজেএস