‘ইনজুরি ক্রাইসিসে’ ভোগা নিউক্যাসল ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে। বলতে গেলে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিশৃঙ্খল চেলসিকে। শেষদিকে দশ জনের দলে পরিণত হওয়া সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি আর ছন্দে ফিরতে পারেনি। ফলে পয়েন্ট টেবিলেও আর উন্নতি হয়নি মরিসিও পচেত্তিনোর দলের।

সেন্ট জেমস পার্কের ম্যাচটিতে নিউক্যাসলের হয়ে গোল করেছেন জোয়েলিংটন, আলেক্সান্ডার ইসাক, জামাল লাসেয়েস ও অ্যান্থনি গর্ডন। বিপরীতে চেলসির হয়ে এক গোলের ব্যবধান কমিয়েছেন ইংলিশ তারকা রাহিম স্টার্লিং। পয়েন্ট টেবিলে উন্নতি করার লক্ষ্যে নেমে উল্টো শোচনীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেলসিকে। এর আগে টটেনহাম ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে পচেত্তিনোর শিষ্যরা আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেছিল। যার ধারাবাহিকতায় নিয়ে এই দফায় এগিয়ে যাওয়ার ভালো সুযোগ ছিল তাদের।

এদিন ম্যাচের মাত্র ১৩তম মিনিটে নিউক্যাসলকে লিড এনে দেন আলেক্সান্ডার ইসাক। যদিও সেই লিড টিকে কেবল ১০ মিনিট। ২৩ মিনিটে দারুণ ফ্রি–কিকে রাহিম স্টার্লিং চেলসিকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে নিউক্যাসল আবার এগিয়ে যায় অধিনায়ক জামাল লাসেয়েসের হেডে। ব্যবধানটা ৩-১ হয়ে যায় পরের মিনিটেই। স্বদেশি সতীর্থ থিয়াগো সিলভার কাছ থেকে বল কেড়ে নিয়ে নিউক্যাসলকে তৃতীয় গোল এনে দেন ব্রাজিল মিডফিল্ডার জোয়েলিংটন। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কয়েকদিন আগেই তাকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। আর্জেন্টিনার রদ্রিগো ডি পলকে ফাউল করায় লাল কার্ড দেখেন তিনি, যদিও সেই কার্ডের সিদ্ধান্ত নিয়ে পরে বিতর্ক তৈরি হয়।

ম্যাচটি খেলতে নেমে ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার সিলভার বয়স দাঁড়ায় ৩৯ বছর ৬৪ দিন বছরে। যা চেলসির সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড। এমন দিনে বড় হারের হতাশা পেয়েছেন এই বয়োজ্যষ্ঠ সেলেসাও ফুটবলার। তৃতীয় গোলে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ানোর সময় ছিল চেলসির হাতে। কিন্তু ৭৩ মিনিটে রিস জেমস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে তারা দশজনের দলে পরিণত হয়। যার সুযোগ নিয়ে ৮৩ মিনিটে নিউক্যাসলের হয়ে চতুর্থ গোল করেন অ্যান্থনি গর্ডন। 

এ নিয়ে মৌসুমে ১৩ ম্যাচের মধ্যে পঞ্চম হার দেখল চেলসি। ১৬ পয়েন্ট নিয়ে পচেত্তিনোর দল তালিকার দশেই আটকে থাকল। বিপরীতে সপ্তম জয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে গেছে নিউক্যাসল ইউনাইটেড।

এএইচএস