বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে এমনিতেই উন্মাদনার শেষ নেই। দুই দলের সুপার ক্লাসিকোর সর্বশেষ লড়াইয়ে গত বুধবার নতুন মাত্রা যোগ হয়েছে। গ্যালারিতে সমর্থকদের মারামারির পর খেলা শুরু হতে বিলম্ব হয় ২৭ মিনিটের মতো।

এরপর খেলা মাঠে গড়ালেও ম্যাচে মারমুখী ভঙ্গিতে ছিলেন ফুটবলাররা। বেশ কয়েকটি ফাউল করেছে দুই দলই। এমনকি তর্কেও জড়িয়েছে তারা। ম্যাচের এক পর্যায়ে আর্জেন্টাইন ফুটবলারদের উদ্দেশে রদ্রিগো বলেন, ‘তোমরা কাপুরুষের মতো আচরণ করছ।’ এর উত্তরে লিওনেল মেসি বলেছিলেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা কীভাবে কাপুরুষ হব? নিজের মুখটা সামলাও।’

মাঠেই শেষ হতে পারতো এ ঘটনা। তবে সেটাকে সামাজিক যোগাযোগমাধ্যমে টেনে এনেছেন দুই দলের সমর্থকরা। বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকরা বিভিন্ন বর্ণবাদী মন্তব্য করেছেন রদ্রিগোকে উদ্দেশ্য করে।

রদ্রিগো তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বর্ণবাদীরা সব সময়ই সক্রিয়। আমার সামাজিক যোগাযোগমাধ্যম অপমান আর বাজে জিনিসে ভরে গেছে। আমরা যদি তাদের চাওয়ার মতো কাজ না করি, তাদের ভাবনা অনুযায়ী আমরা যদি আচরণ না করি, আমরা যে জার্সিটি পরি, সেটা যদি তাদের বিরক্তির কারণ হয়, আমরা যদি মাথা নিচু না করি, তাহলেই আমাদের আক্রমণ করা হয়।’

‘তারা যেটাকে নিজেদের জায়গা মনে করে, সেখানে আমরা থাকলে বর্ণবাদীরা তাদের সমস্ত অপরাধমূলক আচরণ নিয়ে আক্রমণ করে। কিন্তু তাদের দুর্ভাগ্য যে আমরা থামব না।’

রদ্রিগোর এমন পোস্টের পর নেইমার লিখেছেন, ‘তোমার জ্বলে ওঠা তাদের বিরক্ত করে। কখনোই থেমো না।’

এইচজেএস