সাধারণত হোম ম্যাচে বাংলাদেশ ফুটবল দল লাল-সবুজ জার্সি পরে খেলে। তবে গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কিংস অ্যারেনায় বাংলাদেশ লেবাননের বিপক্ষে নেমেছিল সাদা জার্সিতে। হোম ম্যাচে লাল-সবুজ না পরে সাদা জার্সি কেন— এ নিয়ে ফুটবলাঙ্গনের পাশাপাশি ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা চলছে। 

ম্যাচে কোন দল কোন রংয়ের জার্সি পরবে এটা নির্ধারণ হয় আগেরদিন দলের ম্যানেজার্স মিটিংয়ে। গত পরশু ম্যানেজার্স মিটিংয়েই বাংলাদেশের সাদা জার্সি পরার বিষয়টি নির্ধারণ হয়েছিল। অনেক সময় অ্যাওয়ে দলের অনুরোধ বা ম্যাচ কমিশনারের পরামর্শেও হোম দলকে ভিন্ন জার্সি বেছে নিতে হয়। তবে লেবানন ম্যাচ বাংলাদেশই ইচ্ছে করে সাদা জার্সি বেছে নিয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আমাদের খেলোয়াড়, কোচ এবং সবার ইচ্ছে ছিল সাদা জার্সি পরে খেলার। ম্যানেজার্স মিটিংয়ে আমরা এটা উত্থাপন করি। হোম দলের পছন্দের প্রাধান্য বেশি, তাই আমরা সাদা জার্সি পেয়েছি।’

বাংলাদেশের ফুটবলাররা এদিন সাদা জার্সি বেছে নেওয়ার একটা কারণও রয়েছে। লেবানন অ্যাওয়ে ম্যাচে সাদা জার্সিতে খেলে। সাদা জার্সিতে খেলা অনেক ম্যাচেই লেবাননের ফলাফল ভালো। বাংলাদেশ সাদা জার্সি বেছে নেওয়ায় লেবাননকে নিজেদের লাল জার্সি পরতে হয়েছে। 

বাংলাদেশ জার্সি প্রাধান্যের পাশাপাশি মাঠ থেকেও খানিকটা সুবিধা আদায় করেছে। লেবাননকে ম্যাচের আগেরদিন শুকনো মাঠে অনুশীলন করিয়েছে। ম্যাচের দিন তারা খেলেছে কিছুটা ভেজা মাঠে। যদিও ম্যাচটি শেষ হয়েছিল দুই দলের ১-১ ড্র নিয়ে। হোম ম্যাচে বাড়তি কিছু সুবিধা বিশ্ব ফুটবলে স্বীকৃত। বাংলাদেশ এমন সুবিধা নিতে পারে খুব কদাচিৎ।

এজেড/এএইচএস