ছবিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের মুহূর্ত
দুই দলের সমর্থকদের বিবাদে জড়ানোর কারণে বিলম্বে শুরু হওয়া ম্যাচও শেষ সময় পর্যন্ত ‘উত্তাপ’ ধরে রেখেছিল মাঠে খেলোয়াড়দের 'অপেশাদার' আচরণে। ল্যাটিন আমেরিকার ফুটবলের দুই পরাশক্তির ম্যাচে ৬ মিনিট অতিরিক্ত সময়ও সে ‘আচরণের’ প্রমাণ রেখেছে। আবার ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে উঠিয়ে সাবস্টিটিউট হিসেবে নামানো ফরোয়ার্ড জোয়েলিংটনের লালকার্ড হজমও ম্যাচের ‘তাপের’ আভাস দিয়েছে।
তবে সব ছাপিয়ে মারাকানার মাঠ থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে বুধবারের (২২ নভেম্বর) ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। আর ব্রাজিলের অবস্থান ছয় নাম্বারে।
বিজ্ঞাপন
পুরো ম্যাচে গোল হয়েছে একটিই। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার।
শেষের সময়টা ব্রাজিলকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। মাঠে হতশ্রী পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়ে চলে যান ব্রাজিলের সমর্থকরা। মারাকানার মাঠে তাই ব্রাজিলের শেষটা হলো আরও বেশি তিক্ত।
জেডএস