কোপার উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু প্রকাশ
দুই আসর পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
কাঙিক্ষত টুর্নামেন্টটির দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী কোপা আমেরিকার আসর শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। পর্দা নামবে ১৪ জুলাই। এবার উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু প্রকাশ করেছে কনমেবল।
বিজ্ঞাপন
— CONMEBOL Copa América™ (@CopaAmerica) November 20, 2023
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ফাইনাল হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, আগামী ১৪ জুলাই। আগামী ৭ ডিসেম্বর কোপার ড্র অনুষ্ঠিত হবে। এরপরই পূর্ণাঙ্গ সূচি ও কোন কোন শহরে খেলা হবে তা জানা যাবে।
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ কাতার বিশ্বকাপেও সোনালি ট্রফির আক্ষেপ ঘুচিয়েছে লিওনেল মেসির দল। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টাইন মহাতারকার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে আসন্ন কোপা আমেরিকায় খেলতে চান তিনি। চলতি বছরই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি। যা আসরটিতে বাড়তি মাত্রা যোগ করবে।
আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে পরবর্তী বিশ্বকাপের আসর। সঙ্গত কারণে কোপা আমেরিকাকে মেসি-নেইমারদের জন্য বিশ্বমঞ্চের মহড়া বলছেন ফুটবল বোদ্ধারা। তাই মহাদেশের লড়াইয়ে নামতে উন্মুখ হয়ে আছে দলগুলো।
এফআই