বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়া অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেলবোর্নে আজ (রবিবার) প্রথম সকাল কেটেছে বাংলাদেশ দলের। প্রায় ২০ ঘন্টা ভ্রমণ ক্লান্তি দুর করতে সকালেই জিম এবং রিকভারি সেশন ছিল। আগামীকাল (সোমবার) থেকে বল নিয়ে অনুশীলন হবে।  

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ ফুটবলারের বিশ্রামের দিকেই নজর দিচ্ছেন বেশি, ‘ভ্রমণ টা বেশ লম্বা ছিল। তাই আজ সকালের নাস্তা সূচি বিলম্ব দেয়া হয়েছিল। আমরা আজ মাঠে অনুশীলন করব না। হোটেলেই রিকভারি সেশন করেছি।’ 

বাংলাদেশে শীতের আগমনী বার্তা দিলেও মেলবোর্নে চলছে শীত। আবহাওয়ার তারতম্য ভালোই চোখে পড়েছে কোচের, ‘আমাদের সঙ্গে আবহাওয়ার ভিন্নতা রয়েছে। এখানে বাতাস বেশ এবং ঠান্ডাও অনেক। খেলা অস্ট্রেলিয়ান সময় রাত আটটায় হওয়ায় তখন আরো ঠান্ডা থাকবে।’

বাংলাদেশ দলের অন্যতম ডিফেন্ডার রহমত মিয়াও আবহাওয়ার ভিন্নতা টের পেয়েছেন। কয়েকদিন আগে আসায় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবে বলে জানান, ‘আমরা এখানে কয়েক দিন আগে এসেছি। আবহাওয়া সব কিছু মানিয়ে নিতে সুবিধা হবে। তিন দিন অনুশীলন করার সুযোগ পাব।’ 

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ' সবাই ভালো এবং সুস্থ রয়েছে। বাংলাদেশের সঙ্গে পাঁচ ঘন্টা সময়ের ব্যবধান তাই ঘুমের খানিকটা ঘাটতি হচ্ছে। ' 

১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেলবোর্নের অ্যামি স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল ফিলিস্তিন এবং লেবানন। 

এজেড/জেএ