বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল বাংলাদেশ সময় রাত ১১ টায় জামালরা মেলবোর্নের উদ্দেশে রওনা হন। চীনের গুয়াংজু হয়ে আজ মেলবোর্ন সময় রাত ১০ টায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়) অস্ট্রেলিয়ায় পৌঁছায়। 

২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়েও বাংলাদেশ অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছিল। ২০১৫ সালে বাংলাদেশ বাছাই ম্যাচ খেলতে পার্থে গিয়েছিল। আট বছর পর আবার অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া অন্য মহাদেশ হলেও ফুটবলে তারা এশিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত। 

১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামীকাল ভ্রমণ ক্লান্তি কাটাতে রিকভারি সেশন থাকবে খানিকটা বাংলাদেশের। পরশু দিন মূলত পূর্নাঙ্গ অনুশীলন হবে। 

র‌্যাংকিং কিংবা শক্তিমত্তা সব সূচকেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। এরপরও নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, 'অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে আমরা আত্মবিশ্বাসী, আমরা ভালো খেলব। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলা যে শুধুই কম ব্যবধানে পরাজয় সেটা আগের দুই লড়াইয়ে স্পষ্ট। পার্থে ০-৫ আর ঢাকায় ০-৪ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন জামাল ভূইয়া। আট বছর পর আবার অস্ট্রেলিয়া যাচ্ছেন বিশ্বকাপ বাছাই খেলতে। আট বছরের ব্যবধানে তিনি দুই দলের পার্থক্য দেখলেন এভাবে, 'এবার সম্পূর্ণ ভিন্ন একটা দল নিয়ে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। আগেরবারের সঙ্গে এবারের দলের অনেক পার্থক্য।’

এজেড/