স্প্যানিশ লিগে সাম্প্রতিক সময়টা অতটা ভালো যাচ্ছে না কাতালান ক্লাব বার্সেলোনার। এবার তারা চ্যাম্পিয়ন্স লিগেও হোঁচট খেয়েছে। শাখতার দোনেৎস্কের মাঠে খেলতে গিয়ে তারা হেরেছে ২-১ গোলে। একইদিন ইয়ং বয়েজের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। যার মাধ্যমে তারা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পা রেখেছে।

গতকাল (মঙ্গলবার) রাতে শাখতারের মাঠে আতিথ্য পায় বার্সা। স্বাগতিকদের দাপটে তারা ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে। সেই গোল শোধরাতে অনেক চেষ্টা করলেও রবার্ট লেভান্ডফস্কি, ফেররান তোরেস ও জোয়াও ফেলিক্সরা প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারেননি।

ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকলেও গতিময় ফুটবল খেলেছে শাখতার। সুযোগ পেলেই তারাবার্সেলোনার রক্ষণে হানা দিচ্ছিল। যার কল্যাণে ৪০তম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। ডানদিক থেকে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রস অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন দানিলো সিকান। লাফিয়েও বলের নাগাল পাননি বার্সা গোলরক্ষক টের স্টেগান।

পুরো সময়ে বার্সেলোনা গোলের উদ্দেশ্যে নেওয়া ১৩টি শটের মাত্র একটিই পোস্টে রাখতে সক্ষম হয়। ৬১তম মিনিটে পোস্টে প্রথম শট রাখতে সমর্থ হয় বার্সা। লেভানদোভস্কির থ্রু পাস ধরে গাভির শট ফিরিয়ে শাখতারকে এগিয়ে রাখেন গোলরক্ষক। একটু পর ফেলিক্সের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়। একের পর এক ব্যর্থতায় ৮৬ ফের পিছিয়ে পড়তে পারত জাভি হার্নান্দেজের দল। কিন্তু অফসাইডের কারণে শাখতার সেই গোলটি পায়নি।

টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল জাভির শিষ্যরা। তবে ৯ পয়েন্ট নিয়ে তারা ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে। সমান ৯ পয়েন্ট নিয়ে পোর্তোর অবস্থান দুইয়ে, ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে শাখতার।

অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে ইয়ং বয়েজকে মোকাবিলা করে ম্যানসিটি। গতবারের ট্রেবলজয়ী ইংলিশ দলটির হয়ে জোড়া গোল করেছেন তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। আরেকটি গোল করেছেন ফিল ফোডেন। প্রতিপক্ষ কোনো গোল না পাওয়ায় ম্যাচটি শেষ হয়েছে ৩-০ ব্যবধানে।

ম্যাচের ২৩তম মিনিটে মাথিয়াস নুনেজ ইয়াং বয়েজের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। সেখান থেকে সফল স্পট কিকে সিটিকে এগিয়ে নেন হালান্ড। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ৩৪ ম্যাচে হালান্ডের গোল হয়ে গেল ৩৯টি। বিরতির আগে জ্যাক গ্রিলিশের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। পরে হালান্ড দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বক্সের বাইরে জায়গা বানিয়ে দারুণ শটে স্কোরলাইন ৩-০ করেন।

পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য করা পেপ গার্দিওলার দল ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইয়ং বয়েজ গোলে কোনো শটই নিতে পারেনি।

এএইচএস