বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনার মধ্যেই চলছে বাংলাদেশের ফুটবল ব্যস্ততা। বিশ্বকাপ বাছাইয়ের জন্য অস্ট্রেলিয়ার ক্যাম্প শুরু হয়েছে আজ থেকে। আগামীকাল এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ বসুন্ধরা কিংসের। 

মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন হয়েছে। বসুন্ধরা কিংসের স্পেনিশ কোচ অস্কার ব্রুজন বলেন, `এটা আমাদের চতুর্থ ম্যাচ, গ্রুপ উন্মুক্ত। বর্তমানে গ্রুপের যে অবস্থা, তাতে ফলাফলের ওপর দল ওপরে উঠতে পারে, নিচেও নেমে যেতে পারে। আমারা লড়াকু ফুটবল খেলা এব গ্রুপের শীর্ষে ওঠার দিকে তাকিয়ে আছি।’

মোহনবাগান দক্ষিণ এশিয়ার ক্লাব ফুটবলের অন্যতম সেরা দল। সেটা ভালোই জানা বসুন্ধরা কিংসের, ‘আমরা জানি, মোহনবাগান কেমন দল, তাদের শক্তি, আইএসএল ও এএফসি কাপে তাদের বর্তমান অবস্থান। প্রতিক্ষের শক্তি-সামর্থ্য জেনেই আমরা সামনের দিকে রোমাঞ্চ নিয়ে তাকিয়ে আছি, নিজেদের খেলাটা মেলে ধরতে চাই এবং ইতিবাচক ফল পেতে চাই। আমি অনুভব করি, দেশের সবাই আমাদের পাশে আছে।’

কালকের ম্যাচে মোহনবাগানকে হারাতে না পারলে কিংসের পরের রাউন্ডে খেলা অসম্ভবই থাকবে। মোহনবাগান শক্তিশালী জেনেও পয়েন্টের আশা কিংস কোচের, ‘ভারতে ৩ পয়েন্ট পাওয়ার যে লক্ষ্য আমি জানিয়েছিলাম, সেটা পূরণ হয়নি। কিন্তু এখন আমি মনে করি, আমাদের সেটা পাওয়ার সুযোগ আছে, যেহেতু নিজেদের মাঠে খেলব। আগামীকাল আমরা ঘরের মাঠে খেলার সুবিধা পাব। আপনারাও বলছেন, ওরা সম্ভবত দক্ষিণ এশিয়ার সেরা দল; এই অঞ্চলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগে খেলে ওরা। তবে আক্রমণাত্মক খেলব আমরা।’

মোহনবাগান ঢাকায় এসেছে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আনোয়ারকে রেখে। এটা কিংসের জন্য বাড়তি সুবিধা কিনা এই প্রশ্নের উত্তরে অস্কার বলেন, ‘মোহনবাগানেরও প্লেয়ারদের নিয়ে কিছু ইস্যু আছে, আমাদেরও আছে। তবে আমি মনে করি, আমার হাতে চমৎকার একটা স্কোয়াড আছে। কোনো এক জন বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের কোনো এক জনের অনুপস্থিতিতে আমরা কখনও ভুগিনি। স্কোয়াডে বাকি যারা আছে, তারাও দারুণ, সে জায়গা পূরণ করতে পারে,  মানিয়ে নিতে পারে।  বিদেশে যারা আছে, তারা স্থানীয়দের পাশে থাকে, আমি মনে করি, ভালো একটা কম্বিনেশন আছে দলে। তো যারা আছে, ভালো লড়াই দিতে প্রস্তুত তাদের দিকে মনোযোগ দিন, যারা নেই, তাদের নিয়ে নয়।’

আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত আটটায়। আগের লেগে বসুন্ধরা কিংস ২-২ গোলে ড্র করেছিল। কিংস অ্যারেনায় বসুন্ধরা এখনো কোনো ম্যাচ হারেনি। কালকের ম্যাচেও অজেয় থাকতে পারে কিনা সেটাই দেখার বিষয়। 

এজেড/এফআই