বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনার মধ্যেই শুরু হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাই। বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে উঠেছে। সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।

১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে হবে জামালদের। ঐ ম্যাচ খেলেই আবার ২১ নভেম্বর ঢাকায় কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে হোম ম্যাচ। এই দুই ম্যাচকে সামনে রেখে আজ বাফুফের জাতীয় দল কমিটি এক সভায় বসেছিল। সেই সভায় এই দুই ম্যাচের নানা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

৬ নভেম্বর ক্যাম্প শুরু হবে। আগামীকাল জাতীয় দল প্রকাশ করবে বাফুফে। জাতীয় দলের ম্যানেজার আমের খানের নিকট খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে ৬ নভেম্বর। ৭ নভেম্বর ঢাকায় কিংস অ্যারেনায় এএফসি কাপের ম্যাচ রয়েছে বসুন্ধরা কিংসের। জাতীয় দলে ডাক পাওয়া বসুন্ধরা কিংসের ফুটবলাররা ৯ নভেম্বর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ফলে হ্যাভিয়ের ক্যাবরেরা দেশ ছাড়ার আগে সেই অর্থে পূর্ণাঙ্গ অনুশীলন করাতে পারছেন না। তাই মেলবোর্নে একটু আগে-ভাগে গিয়ে সেখানেই মূল অনুশীলন করানোর ভাবনা স্পেনিশ কোচের। 

আন্তর্জাতিক ম্যাচে অ্যাওয়ে দলকে ৪৮ ঘন্টা আগে ভেন্যুর শহরে পৌঁছাতে হয়। বাংলাদেশ অবশ্য মেলবোর্ন পৌঁছাবে পাঁচ দিন আগেই। ১৬ নভেম্বর ম্যাচের জন্য বাংলাদেশ দল ১০ নভেম্বর রওনা হওয়ার পরিকল্পনা করলেও এখনো ভিসা আবেদন সম্পূর্ণই হয়নি।

এজেড/এইচজেএস