ছোটনে হোঁচট খেল মোহামেডান
ফুটবলে নতুন অধ্যায়টা আগেই শুরু হলেও, প্রথম পরীক্ষায় নেমেছেন বাংলাদেশ নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। তার দল বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা কাপ টুর্নামেন্টে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়েছে। ফলে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে দেখা গেছে চমক। সেনাবাহিনী-মোহামেডান ম্যাচটি ২-২ গোলে ড্র হরেছে।
স্বাধীনতা কাপে বাংলাদেশ সেনাবাহিনীর কোচ গোলাম রব্বানী ছোটন। নারী ফুটবল দলের দায়িত্ব ছাড়ার পর সেনাবাহিনীর কোচ হিসেবে কাজ করছেন দেশের অন্যতম সফল এই কোচ। দীর্ঘদিন নারী ফুটবল নিয়ে কাজ করলেও পুরুষ ফুটবলেও যে তিনি সফল— তারই ইঙ্গিত রাখলেন আজ (শনিবার)। ছোটনের কাছে মৌসুমে প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে মোহামেডান।
বিজ্ঞাপন
স্বাধীনতা কাপে প্রিমিয়ার লিগের দশ দল বিদেশি ফুটবলার নিয়ে খেলছে। অন্যদিকে বাছাইপর্ব উত্তীর্ণ হওয়া তিন দলে নেই কোনো বিদেশি। মোহামেডান চার বিদেশি নিয়েও কোনো মতে হার এড়িয়েছে। দু’বারই লিড নিয়েছিল সেনাবাহিনী। এরপর মোহামেডান গোল করে সমতা এনেছে।
ম্যাচের নয় মিনিটে ইমতিয়াজের গোলে এগিয়ে যায় সেনাবাহিনী। ২০ মিনিটে আরিফ মোহামেডানের হয়ে সমতা আনেন। চার মিনিট পর আবার লিড নেয় ছোটনের দল। পরে রঞ্জুর গোলে ২-১ লিড নিয়ে বিরতিতে যায় সেনাবাহিনী। ৬৭ মিনিটে জাফর ইকবালের গোলে আবার সমতা আনে মোহামেডান। সেনাবাহিনীর ডিফেন্ডার গোললাইনে সেভ করলেও, রেফারির দৃষ্টিতে বল-লাইন অতিক্রম করেছে। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় দুই দল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
সেনাবাহিনীর জন্য মোহামেডানের বিপক্ষে এক পয়েন্ট দারুণ অর্জন। যদিও তিন পয়েন্ট পাওয়ার মতোই খেলেছিল তারা। ‘সি’ গ্রুপে তৃতীয় দল ফর্টিজ এফসি। গ্রুপে তিন দলের মধ্যে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে।
এজেড/এএইচএস