ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে দর্শকের ঢল
হ্যালো সুপারস্টার অ্যাপ আয়োজিত ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের ঢল নেমেছে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের পর থেকে দর্শকরা আসতে শুরু করেন স্টেডিয়ামে। ধীরে ধীরে চতুর্দিকের গ্যালারি ভরে যায় ফুটবলপ্রেমীদের আনাগোনায়।
হ্যালো সুপার স্টার অ্যাপের পক্ষ থেকে আগেই জানান হয়েছিল, খেলাটি দেখতে টিকিট কাটতে হবে না। হ্যালো সুপারস্টার অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করলেই মিলছে গ্যালারিতে প্রবেশাধিকার। স্টেডিয়ামের ৩ পাশের গ্যালারিতে তিল ধারণের ঠাঁই নেই। পূর্ব পাশের গ্যালারিতে রোদের ঝলক থাকায় কিছুটা কম দর্শক সেখানে অবস্থান নিয়েছেন।
বিজ্ঞাপন
এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলশূন্য ড্র রয়েছে ম্যাচটি। টানটান উত্তেজনা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়।
মাঠে উপস্থিত আছেন হ্যালো সুপার স্টার অ্যাপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসিফ আকবর। তিনি ঢাকা পোস্টকে বলেন, কুমিল্লার মানুষ ক্রীড়াপ্রেমী। কুমিল্লা যা আজকে করে সারা বাংলাদেশ তিনদিন পরে তা চিন্তা করে। আমি হ্যালো সুপার স্টার কর্তৃপক্ষকে অনুরোধ করে এখানে খেলাটির আয়োজন করেছি। আজ তারা আমার কথার প্রতিফলন পেয়েছে। দর্শকদের ঢল নেমেছে, যা আমাকে খুবই আনন্দিত করেছে।
আরিফ আজগর/এফআই