ড্র করে সন্তুষ্ট বাংলাদেশ
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে খানিকটা নির্ভার বাংলাদেশি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কোচের সঙ্গে এসেছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। ম্যাচে কয়েকটি গোল মিস করলেও শেষ পর্যন্ত রাকিবের পাসে গোল হওয়ায় তিনি খানিকটা তৃপ্ত।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাকিব বলেন, 'মালদ্বীপ ঘরের মাঠে খুব স্ট্রং দল। আমরা চান্স পেয়েছি, তারাও চান্স পেয়েছে। ম্যাচটি ফিফটি ছিল। শেষ পর্যন্ত গোল করে পয়েন্ট পাওয়ায় ভালো লাগছে।’
বিজ্ঞাপন
বাংলাদেশ ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে দেশে ফিরবে। নিকট অতীতে মালদ্বীপ থেকে পয়েন্ট আনার রেকর্ড নেই বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দ্বিতীয় লেগে হোম ম্যাচে জিততেই চান, 'আমরা অবশ্যই পরের লেগে জিততে চাই। এই লেগে জিতলেও আমি পরের লেগে জিততে চাইতাম।'
মালদ্বীপের কোচ আলী সুজেন অবশ্য শেষ মুহূর্তে গোল হজম করায় বেজায় চটেছেন, 'স্টুপিডদের মতো ভুল হয়েছে।’ বাংলাদেশ কোচ ও রাকিব হোসেনের সঙ্গে একমত পোষণ করে তিনিও বলেন, 'দুই দলই অনেক গোলের সুযোগ মিস করেছে। ম্যাচটি জেতার মতোই ছিল।’
এজেড/এইচজেএস