ভারতের ওড়িষাকে হারাল বাংলাদেশের কিংস
বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ছিল বসুন্ধরা কিংসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচের আগে হঠাৎ আলোচনায় কিংসের পাঁচ ফুটবলার নিষিদ্ধ হয়েছেন। তপু,মোরসালিন, জিকোর মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে বাদ রেখে এএফসি কাপ খেলতে নেমেছিল কিংসরা।
গোলপোস্টে জিকো না থাকলেও বসুন্ধরা কিংস ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে। কিংস অ্যারেনায় ঘরোয়া ফুটবলে অপরাজিত থাকার রেকর্ডের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও অভিষেক হলো জয়ে। ভারতের লিগ চ্যাম্পিয়ন ওড়িষা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে কিংস।
বিজ্ঞাপন
ক্লাবের অভ্যন্তরের ঝড় সামলে এএফসি কাপে দারুণ জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল। প্রথমার্ধে স্বাগতিক কিংস ২-১ গোলের লীড নেয়। বিরতির পর আরেকটি গোল করলে কিংসের জয় নিশ্চিত হয়। যদিও এই অর্ধে আরেক গোল হজম করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
তারকা ৩ খেলোয়াড় একাদশে না থাকলেও ফরোয়ার্ড রাকিব ও বিদেশি ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছে কিংস। মিগুয়েল এক গোল ও ডরিয়েলটন জোড়া গোল করেন৷
এর আগে মালদ্বীপের মালেতে মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরে এবারের এএফসি কাপ শুরু করেছিল কিংস। মাজিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে শৃংখলাভঙ্গ করেছিলেন তপু বর্মন, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন। এই পাঁচজনকে সাময়িক নিষেধাজ্ঞায় রেখেছে বসুন্ধরা কিংস ক্লাব কর্তপক্ষ। কোন ধরনের অপরাধ তারা করেছে সেটা অবশ্য ক্লাব ও খেলোয়াড় কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বলেনি।
বসুন্ধরা কিংস এএফসি কাপের পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগানের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচটি খেলতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে কলকাতায় যাবে কিংস।
এজেড/এইচজেএস