অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর প্রথম ম্যাচ। খেলেছেন অধিনায়কের মতোই। পুরো দল যখন ব্যাট হাতে ব্যর্থ। তখন শান্তই ছিলেন উজ্জ্বল। দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে বলার মত সংগ্রহ এনে দিয়েছেন এই টপঅর্ডার ব্যাটার। ম্যাচটা বাংলাদেশ হারলেও দেশিয় ক্রিকেটে রেকর্ড করেছেন শান্ত। 

তবে এদিন মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামের ক্রিকেট ছাপিয়ে বড় হয়ে উঠেছে বিশ্বকাপ দল প্রসঙ্গ। যেখানে তামিম ইকবালের জায়গা হয়নি। দিনভর গুঞ্জনের মাঝে তামিমের না থাকার খবরই শেষ পর্যন্ত সত্য হয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও মিশে থাকল তামিমের কথাই। শান্ত জানালেন, দীর্ঘদিনের সতীর্থকে মাঠে মিস করবেন তিনি।   

আরও পড়ুন>> তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!

বড় ভাই তামিমকে মিস করার কথা জানিয়ে শান্ত বলেন, ‘দল অনেক ভালো হয়েছে। তামিম ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে খেলেছি। বাংলাদেশ দলকে অনেকদিন সার্ভিস দিয়েছেন, হয়তো ভবিষ্যতে আরও দেবেন। অবশ্যই মিস করবো এবং অনেক কিছু শিখেছি।’

এদিন ব্যাট হাতে ঝকঝকে একটা ইনিংস খেলেছেন শান্ত। টানা তৃতীয় ইনিংসে পঞ্চাশের কোটা পেরিয়েছেন। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে শান্তর কাছে জরুরি দলীয় সাফল্য।  

আরও পড়ুন>> ‘তামিমের সঙ্গে অবিচার হয়নি’

শান্ত বলেন, ‘আমার মনে হয় যে ব্যাটার হিসেবে আমার দায়িত্ব প্রতিদিন রান করা। স্বপ্নের মতো বলবো না, এরকমই হওয়া উচিত আসলে। এর থেকেও ভালো হওয়া উচিত, ভালো করা সম্ভব। আমি চেষ্টা করেছি আরও উন্নতি করার। আরও কীভাবে লম্বা সময় ধরে ভালো খেলতে পারি। ’

দলের ম্যাচ জয় করাই যে মুখ্য, সেই কথাই বারবার ঘুরেফিরে এলো শান্তর মুখে, ‘আমার সর্বোচ্চ রান করা ম্যাটার করে না। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলি নাই। দল হিসেবে এত ভালো ফল করিনি। ব্যক্তিগত পারফরম্যান্স আমি ব্যক্তিগতভাবে কাউন্ট করি না, আমাদের দলে যারা আছে তারা কেউই করে না। গুরুত্বপূর্ণ হলো ম্যাচ আমরা জিতেছি কি না, দল হিসেবে ভালো করছি কি না।’

এসএইচ/জেএ