ভারত বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র ৯ দিন। তবে এখনও দল ঘোষণা করতে পারেনি বিসিবি। জানা গেছে, আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল কাঙ্ক্ষিত সেই স্কোয়াড ঘোষণা করা হবে। একইসঙ্গে বিশ্বকাপ জার্সিও উন্মোচন করবে বোর্ড।

আজ ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে বোর্ড। বিসিবি লিখেছে, 'শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩! জমজমাট এই আসরকে সামনে রেখে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা ও জার্সি উন্মোচন হবে আজ। বিস্তারিত জানতে বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখুন।'

আরও পড়ুন >> তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!

আজ দল ঘোষণার পর আগামীকালই বিশ্বকাপ মিশনে রওনা দেবে বাংলাদেশ। সব ঠিক থাকলে বিকালে ঢাকা ছাড়বে সাকিবের দল।

এইচজেএস/এএইচএস