ইরানের একটি ক্লাবের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে তেহরানে উড়াল দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর। তারা সেখান পৌঁছাতেই সিআরসেভেন ভক্তরা রাস্তায় ভিড় জমিয়েছেন। তাকে এক নজর দেখতে মানুষের জটলার কারণে একপর্যায়ে অনুশীলনও বাতিল করা হয়েছে আল-নাসরের।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১২টায় ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে নামবেন রোনালদোরা। একইদিন রাতে মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের গ্রুপপর্বের ম্যাচ। দীর্ঘ সময় পর রোনালদো ও লিওনেল মেসিদের ছাড়াই ইউরোপসেরাদের এই আসর শুরু হচ্ছে।

তবে এশিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরেও নিজেদের সেরা প্রমাণের চ্যালেঞ্জ রয়েছে রোনালদোদের সামনে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত জানুয়ারিতে সৌদি ফুটবলে নতুন অধ্যায় শুরু করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। এরপর তার পথ ধরে আরও অনেক ইউরোপের মঞ্চ মাতানো তারকা ফুটবলার মধ্যপ্রাচ্যের দেশটিকে ঠিকানা বানিয়েছেন। ইরানে সেই ছোঁয়া এতদিন সেভাবে না লাগলেও, রোনালদোদের উপস্থিতিতেই এবার দেখা গেছে ব্যাপক উন্মাদনা।

আরও পড়ুন >> মেসি রোনালদোকে ছাড়া নতুন যুগে চ্যাম্পিয়ন্স লিগ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য রোনালদোদের টিম বাস তেহরানে পৌঁছাতেই তার নামে স্লোগান শুরু হয়। তাকে নিয়ে সেখানকার ফুটবলপ্রেমীদের উত্তেজনা চরমে পৌঁছানোয় নিরাপত্তার খাতিরে অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে আল-নাসর। দর্শক উন্মাদনার বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা গেছে, আল-নাসরের টিম বাসের পেছনে একযোগে ধাওয়া দিচ্ছেন রোনালদো-ভক্তরা।

আল-নাসরের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা ইরানের এসপিয়ান্স প্যালেস হোটেলে উঠেছেন। ভক্তরা দৌড়ে তাদের টিম বাসের পেছন পেছন সেই হোটেলেও হাজির হন। একপর্যায়ে হোটেলের সামনে অবস্থান নেন রোনালদোর অনুরাগীরা। জানা গেছে, সিআরসেভেনের জন্য এত ভিড় হয়ে যায় যে যার ফলে অনুশীলন বাতিল করতে বাধ্য হয় আল-নাসর।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম বলছে, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ও তার সতীর্থরা সেখানে উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন। ওই সময় স্থানীয়দের হাতে বোনা বিশেষ ডিজাইনের কার্পেট উপহার দেওয়া হয় রোনালদোকে। এরপর সেটি হাতে নিয়ে তিনি হাস্যোজ্জ্বল পোজও দিয়েছেন।

সৌদি প্রো লিগে বর্তমানে আল-নাসরের অবস্থান ষষ্ঠ স্থানে। গত মৌসুমে কোনো শিরোপা না জেতা ক্লাবটি এবার বেশ ভালো ফর্মে আছে। তাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৩৮ বছর বয়সী রোনালদো ৭ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাবটির সঙ্গে অ্যাওয়ে ম্যাচে আল-নাসর খেলবে ২৭ নভেম্বর, ঘরের মাঠ রিয়াদে।

এএইচএস