একে একে এশিয়ান গেমসের শহর হাংজুতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিন। গতকাল পৌঁছেছে পুরুষ ফুটবল দল, আজ রাতে রওনা হচ্ছে নারী ক্রিকেট দল। আগামীকাল রওনা হবেন সাবিনারা। হাংজুর উদ্দেশে রওনা হওয়ার আগে আজ ফুটবল ফেডারেশন এক সংবাদ সম্মেলন করে।

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে বাংলাদেশ এবারই প্রথম। তাই শক্ত গ্রুপেই পড়েছেন সাবিনারা। মেয়েদের ফিফা র‌্যাংকিংয়ে এশিয়ার সবার ওপরে জাপানকে সামলাতে হবে সাবিনাদের। বাংলাদেশের গ্রুপে আছে ৩৪ নম্বরে থাকা ভিয়েতনাম ও ১০১ নম্বরে থাকা নেপাল। বাংলাদেশের র‌্যাংকিং ১৪২ তম।
 
র‌্যাংকিংয়ে সবার পেছনে থেকেই ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবেন সাবিনারা। শক্তিতে দু'দলের অনেক পার্থক্য থাকলেও জাপানের বিপক্ষে ম্যাচ খেলতে পারা বিশাল ব্যাপার বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন এর কাছে,‘জাপান একবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। এবারও বিশ্বকাপ খেলেছে। তাদের সঙ্গে আমরা জিতব এটা আশা করি সমীচীন হবে না। তবে অবশ্যই আমরা লড়াইয়ের চেষ্টা করব।’

কোচ সাইফুল বারী টিটু জাপান সম্পর্কে বলেন,‘মহিলা ফুটবলে সিনিয়র দলই খেলে। তাই বিশ্বকাপ খেলা দলটিই অংশগ্রহণ করার কথা গেমসে। তারা বল হারালে পাচ সেকেন্ডের মধ্যেই কেড়ে নিতে চাইবে আমরা এটা ভেবেই অনুশীলন করেছি।’

নারী বিশ্বকাপ খেলা আরেকটি দল ভিয়েতনামও বাংলাদেশের গ্রুপে। তাই বাংলাদেশের অধিনায়ক নেপালের ম্যাচকেই টার্গেট করছেন,‘আমরা অন্তত নেপালকে হারাতে চাই। জাপান ও ভিয়েতনামের বিপক্ষে খেলার পর নেপালের সঙ্গে খেলব। তাই একটা ভালো অভিজ্ঞতা থাকবে। ’ নেপালের মাটিতে নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। 

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমে ছিল না। এরপর সাবিনারা খেলার সুযোগ পান। গেমসে নারী দল যেন আগামীতেও থাকে সেই চেষ্টা রয়েছে সাবিনাদের,‘আমরা অবশ্যই একটা ভালো পারফরম্যান্স করতে চাই। যাতে সামনের গেমসেও খেলার সুযোগ পাই।’

এজেড/এফআই