ইউরোপ ছেড়ে নেইমার জুনিয়র এখন সৌদি আরব ক্লাব ফুটবলের তারকা। যদিও রেকর্ডদামে আল-হিলালে নাম লেখানো এই ব্রাজিল সুপারস্টার এখনও মাঠে নামতে পারেননি। সৌদির ফুটবলে অভিষেক হওয়ার আগে জাতীয় দলের হয়েই তিনি মাঠে ফিরতে যাচ্ছেন। গত ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে খেলতে গিয়ে অ্যাঙ্কলের চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গিয়েছিলেন নেইমার। ব্রাজিলের হয়ে মাঠে নামার আগে সৌদি ও ফ্রান্স ফুটবলের পার্থক্য জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে এই ফরোয়ার্ড মজার উত্তরই দিয়েছেন।

আগামীকাল (শনিবার) ভোর ৬টা ৪৫ মিনিটে অলিম্পিকো স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সর্বশেষ কাতার বিশ্বকাপে বিদায়টা সুখকর হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এরপর কয়েকটি প্রীতি ম্যাচেও তারা হারের বৃত্ত থেকে বের হতে পারেনি। তবে বিশ্বকাপ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চয়ই সেই পরিস্থিতি বদলাতে চাইবে সেলেসাওরা।

তার আগেরদিন (শনিবার) সংবাদ সম্মেলনে আসলে নেইমারের কাছে ফ্রান্স ও সৌদি ফুটবলের মধ্যে কারা সেরা- জানতে চাওয়া হয়। জবাবে ব্রাজিল তারকা বলেন, ‘আমি আশ্বস্ত করছি, এখানেও (সৌদি আরবের লিগ) ফুটবল খেলাটা একই রকম। বল গোল, এখানেও গোল আছে। যারা সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়েছেন, সেসব নাম যদি দেখেন...আমি জানি না, এটা ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো কিনা!’

আরও পড়ুন >> ভোরে মাঠে নামছে ব্রাজিল, রেকর্ডের সামনে নেইমার

পিএসজির হয়ে ৬ মৌসুমে ফরাসি প্রায় সব টাইটেল জিতলেও, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ছোঁয়া হয়নি নেইমারের। যা নিয়ে হতাশা ফুটে উঠেছে তার ও পিএসজি কর্তৃপক্ষের। তবে নতুন ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন নেইমার, ‘আল-হিলালের হয়ে শিরোপা জিততে চাই। আমার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। আমি নিশ্চিত, সৌদি চ্যাম্পিয়নশিপ জেতা সহজ হবে না। অন্য দলগুলোও শক্তিশালী, বড় নাম আছে। রোমাঞ্চকর কিছু হবে, আমি নিশ্চিত আপনিও দেখবেন।’

 

আরও পড়ুন >> সৌদি আরবের নীরব বিপ্লব, দুশ্চিন্তায় ইউরোপ

বলিভিয়ার বিপক্ষে খেলার প্রায় নিশ্চয়তাই দিয়ে রেখেছেন ব্রাজিলের এই প্রধান তারকা, ‘এখন ভালো বোধ করছি, তবে শতভাগ ফিট নই। মাথা ও শরীর ঠিক আছে। আল হিলালের হয়ে সর্বশেষ ম্যাচটাই খেলার কথা ছিল। অনুশীলনের সময়ে আঘাত পাই, কোচ তাই আমাকে না খেলানোর সিদ্ধান্ত নেয়।’

কাল মাঠে নামলে নেইমারের সামনে ফুটবল কিংবদন্তি পেলের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে। ব্রাজিলের হয়ে ৭৭ গোল করেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। সমান সংখ্যক গোল নিয়ে নেইমার তার সঙ্গে সর্বোচ্চ গোলের শীর্ষস্থান ভাগাভাগি করছেন। এই গোল পেতে পেলে খেলেছেন ৯২ ম্যাচ। তবে নেইমার এখন পর্যন্ত ১২৪ ম্যাচ খেলেছেন।

এএইচএস