সাকিবরা যখন লাহোরের গাদ্দাফিতে পাকিস্তানের বিপক্ষে লড়তে নামেন ঠিক সে সময়েই থাইল্যান্ডের চোনবুরিতে বাংলাদেশ অ-২৩ ফুটবল দল এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচ খেলে। বাংলাদেশের যাত্রা সুখকর হয়নি। মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। 

থাইল্যান্ডের চোনবুরিতে বাংলাদেশের ম্যাচের শুরুটা ভালোই হয়েছিল। বল পজেশন, আক্রমণে ভালোই পাল্লা দিচ্ছিল মালয়েশিয়ার সঙ্গে। এভাবে প্রথমার্ধ গোলশূন্য থাকে৷

দ্বিতীয়ার্ধেও একইভাবে এগিয়ে চলছিল। ৮৩ মিনিটে আলিফ ইজওয়ান বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিলে বাংলাদেশের গোলরক্ষক পরাস্ত হন। 

পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। উল্টো ইনজুরি সময়ে আরো একটি গোল হজম করে বাংলাদেশ। বক্সের মধ্যে আড়াআড়ি শটে ফার্গুস ব্যবধান দ্বিগুণ করে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পরশু স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। 

এজেড/এফআই